বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জমিয়তে তালাবায়ে আরাবিয়া থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া
সভাপতিমুহাম্মদ জহিরুল ইসলাম
প্রতিষ্ঠা১ জানুয়ারি ১৯২৯; ৯৫ বছর আগে (1929-01-01)
ভাবাদর্শইসলামি শিক্ষার আধুনিকরণ

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভারতীয় উপমহাদেশের উল্লেখযোগ্য ঐতিহাসিক বিপ্লবী ছাত্র সংগঠন।[১] সংগঠনটি সেই সময়ে বঙ্গ-আসাম জমিয়তে তালাবায়ে আরাবিয়া প্রতিষ্ঠা হয়েছিলো, যাকে সংক্ষেপে জমিয়তে তালাবায়ে আরাবিয়া বলা হতো। সংগঠনটি ১৯২৯ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে।[২][৩] সংগঠনটির বর্তমান সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম।[১] এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের নানাবিধ আন্দোলনে তারা সোচ্চার ভূমিকা পালন করে থাকে।[৪][৫]

ইতিহাস[সম্পাদনা]

মাদ্রাসার উচ্চশিক্ষার জন্য কেন্দ্রীয় অধিভুক্তি ক্ষমতা সম্পন্ন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনকে সুসংগঠিত করার জন্য ১৯২৯ সালে কলকাতার মুসলিম হলে সম্মেলনের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ লাভ করে।[৬] ফুরফুরার পীর সাহেব আবু বকর সিদ্দিকির পৃষ্ঠপোষকতায় সংগঠনটি দ্রুত অগ্রসর হয়। সেই সময়ে সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন মুসলিম সাংবাদিক মাওলানা আকরাম খাঁমাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী[৭] এছাড়াও মাওলানা নূর মুহম্মদ আজমী, মাওলানা ওবায়দুল হক বিশেষ দায়িত্ব পালন করেছিলেন।[৮][৯]

সংগঠনটি বাংলাদেশের ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ অবদান রেখেছে।[১০][১১]

লক্ষ্য-উদ্দেশ্য[সম্পাদনা]

১৯২৯ সালে এই সংগঠনটি কলকাতা আলিয়া মাদ্রাসা (বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়) কেন্দ্রিক প্রতিষ্ঠা হয়েছিলো। সংগঠনটির উদ্দেশ্য ছিলো মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণ করা, যুগোপযোগী শিক্ষার সাথে সমন্বয় সাধন করা, মাদ্রাসা শিক্ষার্থীদের দাবী আদায় করা প্রভৃতি।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রিপোর্টার, স্টাফ। "জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  2. "বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার মানববন্ধন"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  3. "মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষার শপথ নিন: ড. মুহাম্মদ ঈসা শাহেদী"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  4. "BBC Bangla - খবর - ইসলাম বিরোধী ভিডিরও নিন্দায় বাংলাদেশ সরকার"www.bbc.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  5. "রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধ করার আহবান ইসলামী সংগঠনগুলোর"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  6. রিপোর্টার, স্টাফ। "জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  7. "মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (রহ.)-এর জীবনালেখ্য"banglanews24.com। ২০১৯-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  8. মুসলিম-বাংলার সাংবাদিকতার পিতৃ-পুরুষ ছিলেন মাওলানা মুহম্মদ আকরম খাঁ। পৃষ্ঠা ১৩৭–৩৮। 
  9. At-tahreek, Monthly। "জীবনের খেলা ঘরে"মাসিক আত-তাহরীক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  10. "৯৩ তম বছরে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রত্যাশা ও প্রাপ্তি"দ্য ডেইলি সরকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  11. "মাদরাসা শিক্ষার ঐতিহ্য রক্ষার শপথ নিন : ড. মুহাম্মদ ঈসা শাহেদী"Daily Nayadiganta (নয়া দিগন্ত)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১