জন ড্যানিয়েল ক্রাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ড্যানিয়েল ক্রাউস
জন্ম(১৯১০-০৬-২৮)২৮ জুন ১৯১০
মৃত্যু১৮ জুলাই ২০০৪(2004-07-18) (বয়স ৯৪)
জাতীয়তাAmerican
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়
পুরস্কারআইইইই এডিসন মেডেল (১৯৮৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহওহাইও স্টেট ইউনিভার্সিটি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
মিশিগান বিশ্ববিদ্যালয়

জন ড্যানিয়েল ক্রাউস একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তড়িচ্চৌম্বক, রেডিও অ্যাস্ট্রোনমি এবং অ্যান্টেনা থিওরিতে অবদানের জন্য বিখ্যাত। তার উদ্ভাবনের মধ্যে রয়েছে হেলিক্যাল অ্যান্টেনা এবং কর্নার রিফ্লেক্টর।

জীবনী[সম্পাদনা]

ক্রাউস ১৯১০ সালের ২৮ জুন মিশিগানে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩০ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯৩১ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৩৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১][২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]