জন এ্যালজিও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন এ্যালজিও
জন্ম (1930-11-12) ১২ নভেম্বর ১৯৩০ (বয়স ৯৩)
জাতীয়তা মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅবসর প্রাপ্ত অধ্যাপক
পরিচিতির কারণদার্শনিক, আদিয়ার দার্শনিক সমাজের সহ-সভাপতি

জন এ্যালজিও (ইংরেজি: John Algeo)(জন্মঃ ১৯৩০ সালে) হলেন অবসর প্রাপ্ত জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজির অধ্যাপক।[১] তিনি একজন দার্শনিক এবং মুক্ত চিন্তাবিদ[সন্দেহপূর্ণ ][২] তিনি আদিয়ার দার্শনিক সমাজের সহ-সভাপতি হিসেবে কাজ করেছেন। জন এ্যালজিও, ১৯৩০ সালের, ১২ই নভেম্বর যুক্তরাষ্ট্রের মিসৌরির লুইস শহড়ে জন্ম গ্রহণ করেন এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি সেনাবাহিনীতে যোগাদান করেন এবং কোরীয় যুদ্ধে তিনি সেনা প্রধান হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি আমেরিকার দার্শনিক সমাজের সভাপতির ভূমিকা পালন করেন।[৩][৪] তার কৃত কাজের জন্য যুক্তরাষ্ট্র তাকে ড্যা গুগ্যানহেইম ফেলোশিপ ফর হিউমেনিটিস সম্মাননা প্রদান করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউজিএ জন এ্যালজিও[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "মুক্ত চিন্তাবিদ জন এ্যালজিও"। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৫ 
  3. "জন এ্যালজিও একাডেমি"। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৫ 
  4. জন এ্যালজিও