চুঘতাই গবেষণাগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চুঘতাই ল্যাব হল একটি রোগবিজ্ঞান পরীক্ষাগার চেইন সারা পাকিস্তানে যার কেন্দ্র ছড়িয়ে রয়েছে।

নভেম্বর ২০২০ সালে, চুঘতাই ল্যাব ফাইজারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যাতে পাকিস্তান জুড়ে টিকা কেন্দ্র স্থাপন করে ভ্যাকসিনের প্রাপ্যতা উন্নত করা যায়। [১] ২০২১ সালের ফেব্রুয়ারিতে, চুঘতাই ল্যাবের পরিচালক ওমর চুঘতাই পাকিস্তানে বাণিজ্যিক বিক্রয়ের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিন আমদানি করায় তাদের অভিপ্রায় ঘোষণা করেছিলেন। [২] ২০২১ সালের মার্চ মাসে, চুঘতাই ল্যাব খাইবার পাখতুনখোয়া পুলিশের জন্য সমস্ত চিকিৎসা এবং ডায়াগনস্টিক সুবিধার উপর বিশেষ ছাড় দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chughtai Lab and Pfizer Partner to establish Vaccination Centers across Pakistan"Business Recorder। ২৫ নভে ২০২০। 
  2. "Chughtai Lab expects Sputnik V doses for commercial sale in a week"Dawn। Reuters। ১৪ ফেব্রু ২০২১। 
  3. "Hazara police sign MoU with diagnostic lab"The News International। ১৮ মার্চ ২০২১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]