চুক্তি আইন, ১৮৭২ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চুক্তি আইন, ১৮৭২
(আইন নাম্বার. ১৮৭২ এর নবম)
ভারতের গভর্নর-জেনারেল
জাতীয় সংসদ
সূত্রbdlaws.minlaw.gov.bd
কার্যকারী এলাকাবাংলাদেশ
প্রণয়নকারীব্রিটিশ ভারত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্রণয়নকাল২৫ এপ্রিল ১৯৮২ (1982-04-25)
প্রবর্তনের তারিখ১ সেপ্টেম্বর ১৮৭২
সারাংশ
বাংলাদেশের চুক্তি নিয়ন্ত্রণ আইনের প্রধান উৎস
অবস্থা: যথেষ্ট সংশোধিত

চুক্তি আইন, ১৮৭২ বাংলাদেশের প্রধান চুক্তি আইন। ইংরেজি চুক্তি আইন এবং ব্রিটিশ ভারতীয় চুক্তি আইনের উপর ভিত্তি করে, উনিশ শতকে এটি প্রণয়ন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর পুনরায় এটি বাংলাদেশের সংসদ কর্তৃক কার্যকর করা হয়েছিল। এর মধ্যে রয়েছে প্রস্তাব এবং গ্রহণযোগ্যতা, অকার্যকর চুক্তি, কন্টিনজেন্ট চুক্তি, কর্মক্ষমতা, চুক্তি ভঙ্গ, চুক্তিভিত্তিক সম্পর্ক, পণ্য বিক্রয়, জামিন, সংস্থা এবং অংশীদারিত্ব। এটি বিবেচনা, ভুল উপস্থাপনা এবং ক্ষতিপূরণের মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত করে।[১][২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://bdlaws.minlaw.gov.bd/chapter.php?act_name=The%20Contract%20Act,%201872%20&vol=&id=26
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১