চাপানওলু মসজিদ
অবয়ব
চাপানওলু মসজিদ | |
---|---|
চাপানওলু মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অঞ্চল | মধ্য আনাতোলিয়া |
অবস্থান | |
অবস্থান | ইয়োজগাত শহর, ইয়োজগাত প্রদেশ |
দেশ | ![]() |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
প্রতিষ্ঠার তারিখ | ১৭৭৯ |
চাপানওলু মসজিদ (তুর্কি: Çapanoglu Camii) হচ্ছে তুরস্ক তুরস্কের ইয়োজগাত প্রদেশের [ইয়োজগাত শহরের একটি উসমানী যুগের মসজিদ। [১][২]
ইউরোপীয় স্থাপত্যশৈলী দ্বারা প্রভাবিত এই মসজিদটি চাপানওলু পরিবারের সদস্যগণ দ্বারা দুই ধাপে নির্মিত হয়েছিল। প্রথম ধাপে ১৭৭৯ সালে চাপানওলু মুস্তফা আহমেদ পাশা মসজিদের প্রথম অংশটি নির্মাণ করেন। পরবর্তীতে ১৯৯৪/৯৫ সালে তার ভাই সুলাইমান মসজিদের দ্বিতীয় অংশটি নির্মাণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]