চান্নির চক এল.সি. কলেজিয়েট স্কুল
অবয়ব
চান্নির চক এল.সি. কলেজিয়েট স্কুল | |
---|---|
অবস্থান | |
চান্নিরচক,আমাদি,কয়রা, খুলনা | |
স্থানাঙ্ক | ২২°২৯′৫২″ উত্তর ৮৯°২০′১৭″ পূর্ব / ২২.৪৯৭৮৭৭° উত্তর ৮৯.৩৩৭৯৪৪° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৫ |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | রাজীব কুমার বাছাড় |
কর্মকর্তা | ২২ |
শ্রেণি | ৬-১২ |
শিক্ষার্থী সংখ্যা | ৭০০ |
ওয়েবসাইট | channirchaklccollegiateschool |
চান্নির চক এল,সি কলেজিয়েট স্কুল খুলনার কয়রায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ইতিহাস
[সম্পাদনা]১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের মূল সম্পত্তি লক্ষ্মণ চন্দ্র নামে একজন দান করেছিলেন। ফলে গ্রামের নামসহ তার নাম যুক্ত করে বিদ্যালয়ের নামকরণ করা হয়। এটি খুলনা জেলার, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চান্নিরচক চক নামক গ্রামে অবস্থিত।