চাঁদ নিজামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Ustaad
Chand Nizami
জন্মনামChand Nizami
উপনামNizami Bandhu
জন্ম1st January, 1962
Delhi, India
ধরনPlayback singing
পেশাSinger
কার্যকাল1975–present
লেবেলWe&Music, Folkroom India
ওয়েবসাইটwww.nizamibandhu.com

চাঁদ নিজামী একজন ভারতীয় সুফি গায়ক । তিনি ১৯৯৯ সাল থেকে ভারতীয় সুফি ব্যান্ড নিজামী বন্ধুর প্রধান প্রধান গায়ক এবং গত ১৯৮৩ সাল থেকে ব্যান্ডের অংশ। চাঁদের আগে তার বড় ভাই নিজামী বন্ধু ব্যান্ডের প্রধান নেতা ছিলেন ২০০৩ সালে তার মৃত্যুর পর চাঁদ তার দুই ভাগ্নে শাদাব নিজামী এবং সোহরাব ফরিদি নিজামীর সাথে ব্যান্ডের নেতৃত্ব দিতে শুরু করেন। চাঁদ তার ভাগ্নে শাদাব ফরিদি নিজামির সাথে ইয়াহান, বজরঙ্গি ভাইজান এবং রকস্টারের মতো সিনেমার জন্যও গান গেয়েছেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ২০১১ সালে রকস্টার চলচ্চিত্রের "কুন ফায়া কুন" গানের জন্য পরিচিত হন। চাঁদ। [১] [২] ছোটবেলা থেকেই দিল্লির দরগা হযরত নিজামুদ্দিনে গান গাইতেন, তিনি ৬ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। তার বাবা মাহমুদ নিজামী যখন অনুষ্ঠান করতেন তখন সঙ্গে নিতেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How to experience qawwali at Hazrat Nizamuddin"CnTraveller 
  2. "This weekend enjoy qawwali in its purest form"The Times of India