চলতি দায়
হিসাববিজ্ঞান |
---|
বিষয়ক একটি ধারাবাহিকের অংশ |
![]() |
হিসাববিজ্ঞানে চলতি দায় দায় বলতে সেই দায়সমুহকে বুঝায় যেগুলো একটি আর্থিক বছরের মধ্যে বা কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে পরিশোধ করতে হয়।[১]
আরও নির্দিষ্ট করে বললে, যে দায় সমুহ চলতি সম্পদ দ্বারা বা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে পরিশোধ করা হয় বা নিষ্পত্তি করা হয় তাকে চলতি দায় বলে। উদাহরণস্বরূপ, ব্যবসা পরিচালনার জন্য ক্রয় করা পণ্য বা পরিষেবা বা সরবরাহের জন্য প্রদেয় হিসাব একটি চলতি দায় এবং এটি সাধারণত ৩০ দিনের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। সাধারনত পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, সকল প্রকার বকেয়া খরচ, অনুপার্জিত সেবা আয়, অগ্রিম আয়, প্রদেয় কমিশন, বন্ধকি ঋণের বকেয়া সুদ ইত্যাদি চলতি দায় হিসেবে বিবেচিত।[২]
বন্ড, বন্ধক এবং ঋণ, যা এক বছরের বেশি মেয়াদে প্রদেয়, এগুলো দীর্ঘমেয়াদী দায় হিসেবে পরিচিতি। তবে বর্তমান অর্থবছরে দীর্ঘমেয়াদী ঋণের জন্য বকেয়া প্রদেয় চলতি দায় হিসাবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "What Are Current Liabilities?"। Investopedia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০২।
- ↑ "Current Liabilities"। Corporate Finance Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০২।