বিষয়বস্তুতে চলুন

চন্দ্রাণী মুখার্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


চন্দ্রাণী মুখার্জি একজন প্রাক্তন বলিউড প্লেব্যাক গায়িকা, তিনি পশ্চিমবঙ্গের বাপ্পী লাহিড়ীর [] শালী এবং একজন ফিল্মফেয়ার [] মনোনীত তারকা।চন্দ্রাণী ১৯৭৫ সালে আগ অর তুফান চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি আজ কি আওরাত (১৯৯৩) ছবিতে রাজহাঁসের গান পর্যন্ত কয়েকটি ছবিতে গেয়েছিলেন। তিনি তিনবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী প্লেব্যাক পুরস্কারের জন্য মনোনীত হন যদিও তিনি এটি কখনোই জিততে পারেননি।

উল্লেখযোগ্য গান

[সম্পাদনা]
  1. পয়সা দো পয়সা [অ্যালবাম: হামারা সংসার];
  2. আঁখো সে গিরনা না [অ্যালবাম: সুহাগান];
  3. সলাহ শুক্রাওয়ার বিধি আনুসার - ২ [অ্যালবাম: সোলাহ শুক্রাওয়ার];
  4. ইয়ে কায়সা সুরজ হ্যায় [অ্যালবাম: সোলাহ শুক্রাওয়ার];
  5. মিল যায় জো তু [অ্যালবাম: ইয়ে প্রীত না হোগি কাম];
  6. দিল মিলা লে ও আবদুল্লাহ [অ্যালবাম: জান-ই-বাহার];
  7. জয় জয় হো তেরি জয় জয় হো মা [অ্যালবাম: হরে কৃষ্ণ];
  8. চোরি চোরি কাহান চালা [অ্যালবাম: নৈন মাইলে চেইন কাহান];
  9. ওরে সাজনওয়া.... [অ্যালবাম: পিয়াসী নদী]
  10. বহুত কালা সাভেরা হ্যায় [অ্যালবাম: ফকির বাদশা];
  11. বাপুজি বাপুজি [অ্যালবাম: কসম];
  12. দিল টুট গ্যায়া হ্যায় আপনা [অ্যালবাম: আনোখা ইনসান];
  13. শঙ্কর ভোলে-ভালে [অ্যালবাম: শিব শক্তি];
  14. পেহচান তো থি পেহছানা না [অ্যালবাম: গৃহ প্রবেশ];
  15. জয় জগদম্বে মাতা [অ্যালবাম: ভারত কি সন্তান];
  16. মমি ড্যাডি কা প্যায়ার [অ্যালবাম: কানুন মেরি মুত্তি মে];
  17. নাইন তেরি জ্যোতি [অ্যালবাম: দুশমন কা দুশমন]
  18. ভুলা দেয় আগর [অ্যালবাম: বাঁধন ফেরো কে];
  19. কেমন আছেন মুন্নি বাই [অ্যালবাম: লালাছ]
  20. ঝুতে বার খান শবরী [অ্যালবাম: পোস্টার];
  21. উথে হুঁকো জামানে মে সব উথাতে হ্যায় [মেরি ইজ্জাত বাঁচাও];
  22. উজাদ গেল ঘর এক নির্ধন কা [মেরি ইজ্জাত বাঁচাও];
  23. তু মন কি আতি ভোরি ও মাইয়া মরি তু মন [গোপাল কৃষ্ণ];
  24. সূর্য সুন ও মেরে মনমীত হো [আত্যাচার];
  25. পেয়ার কি পিয়াসি জুলম কি মারি [ম্যায় খেলোনা না];
  26. নজর আতি না মঞ্জিল তদাপনে সে ভি কেয়া হাসিল [কাঞ্চ অর হীরা];
  27. না সামজা হ্যায় কোই না সমঝেগা ইয়ারন [ইয়ে কইসা নাশা হ্যায়];
  28. মেরে মেহবুব শায়াদ আজ কুছ নারাজ হ্যায় মুজসে [কিতনে পাস কিতনে ডোর];
  29. আমি আঁখে মুন্ড কে সো জাওঁ [কামনা]
  30. লুটাতে দেখো না আর দেখানেওয়ালো মুঝকো [বিস্তার];
  31. লগন কা কেয়া হ্যায় ওহ যোহি জলেঙ্গে [ইয়ে কইসা নাশা হ্যায়];
  32. কলেজা থাম কে কার রাহে [ম্যায় খেলোনা না];
  33. ক্যাসে বাতাউন ম্যায় তুঝকো ভালো লাগে পিয়া মুঝকো তেরা সাথ [ইয়ে কইসা নাশা হ্যায়];
  34. জিসনে বাঁচায়ে মেরি লাজ [জয় বাবা অমরনাথ];
  35. জেহি বিধান রাখে রাম তোহি বিধান রহিয়ে [শিক্ষা];
  36. জান লে পে জাব তু আমাদ হো গয়া, "ইস ইশক মহব্বত কি" [জুল্ম কি পুকার];
  37. হ্যায় ভাদিয়ান দিলনাশি হর তামান্না হ্যায় জওয়ান [ডিম্পল];
  38. গীত হ্যায় ইয়ে জিন্দেগি গান গুনাতে অর গাতে চালে চলো [জীবন রেখা];
  39. গঙ্গা জি কি লহরন পে দিয়ারা বাহে [পায়েল কি ঝঙ্কার];
  40. দিল আজ বহুত খুশ হ্যায় দিলদার তুঝে পা কে [আগ অর তুফান];
  41. দেখো সার পে হ্যায় দো শিং [হামকদম];
  42. চাহনেওয়ালা জিসে তেরে জয়সা মিলা যায় মেরি জান কেহকে লগে [প্যাসি নদী];
  43. ভর দে এ মেরে মওলা ঝোলি হ্যায় খালি [মেরি ইজ্জাত বাঁচাও];
  44. আপ আগর আপ না হোতে তো ভালা কেয়া হোতে [গৃহ প্রবেশ];
  45. কোই ভি দিল আমি না আয়া থা [লাপারওয়াহ]
  46. আঁখোঁ মে হ্যায় আনসুঁ হঠোঁ পার হানসি [তেরে পেয়ার মে]; এবং,
  47. আজা কি তেরি রাহ মে পলকে বিছা কে হাম [লালচ]

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল
১৯৮১ "পেহচান তো থি" (গৃহ প্রবেশ) শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার। মনোনীত
১৯৮২ "মহব্বত রং লায়েগি" (পুনম) মনোনীত
১৯৮৪ "আজা কি তেরি রাহোন মে" (লাল চুনারিয়া) মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Film world। T.M. Ramachandran। ১৯৭৭। পৃষ্ঠা 464। 
  2. "About Me - Chandrani Mukherjee"। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬