বিষয়বস্তুতে চলুন

চণ্ডীগড় রাজধানী অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একসঙ্গে চণ্ডীগড়, মোহালি, পাঁচকুলাজিরাকপুরের একটি মানচিত্র।

চণ্ডীগড় ক্যাপিটাল রিজিয়ন (সিসিআর) বা চণ্ডীগড় মহানগর অঞ্চল (সিএমআর) হল একটি এলাকা, যার মধ্যে কেন্দ্রশাসিত শহর চণ্ডীগড়, এবং এর পার্শ্ববর্তী শহর মোহালি, খারর, জিরাকপুর, নিউ চণ্ডীগড় (পাঞ্জাব) ও পাঁচকুলা (হরিয়ানা) রয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য নিযুক্ত বিভিন্ন কর্তৃপক্ষ হল চণ্ডীগড় প্রশাসন, গ্রেটার মোহালি এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (জিএমএডিএ) ও হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (এইচইউডিএ)।]

এলাকাটি ক্রমাগত জনবসতি হওয়ার কারণে এই অঞ্চলের অর্থনীতি পরস্পর নির্ভরশীল, যদিও অঞ্চলটি বিভিন্ন রাজ্যের অধীনে পড়ে। এখানে শহরতলি থেকে প্রতিদিন প্রচুর লোক ও পণ্যের চলাচল রয়েছে, যেমন চণ্ডীগড়ে কর্মরত বেশিরভাগ লোকেরা জিরাকপুরের মতো শহরতলিতে থাকেন। স্থানীয় শিল্পসমূহ ডেরাবাসি, লালরুবাদ্দির মতো উপকণ্ঠে রয়েছে।

সংজ্ঞা

[সম্পাদনা]

চণ্ডীগড় রাজধানী অঞ্চলের অংশ হতে পারে এমন শহর, নগর ও এলাকাসমূহের মোট জনসংখ্যা ১৭,৫৮,৬৫৩ জন এবং তাদের শহর অনুসারে জনসংখ্যা হল:

ক্রম শহর কেন্দ্রশাসিত অঞ্চল / রাজ্য জনসংখ্যা (২০১১)[]
চণ্ডীগড় চণ্ডীগড় ১০,৫৫,৪৫০
মোহালি পাঞ্জাব ১,৭৬,১৫২
পাঁচকুলা হরিয়ানা ২,১০,১৭৫
খারার পাঞ্জাব ২,২১,৩২৩
নতুন চণ্ডীগড় পাঞ্জাব
জিরাকপুর পাঞ্জাব ৯৫,৫৫৩

সামগ্রিকভাবে চণ্ডীগড় (ইউটি), মোহালি জেলা (পাঞ্জাব) ও পাঁচকুলা জেলা (হরিয়ানা) সিসিআর-এর অংশ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India: Major Agglomerations"। .citypopulation.de। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]