ঙ্গাগ-দ্বাং-মি-ফাম-জ্লা-বা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-মি-ফাম-জ্লা-বা (ওয়াইলি: ngag dbang mi pham zla ba) (১৭৬৭-১৮০৭) তিব্বতের রোং-বো বৌদ্ধবিহারের প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-মি-ফাম-জ্লা-বা ১৭৬৭ খ্রিষ্টাব্দে তিব্বতের বিস-থাং (ওয়াইলি: bis thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তেরো বছর বয়সে তিনি স্গে-স্তিং-দ্গা-ল্দান-ছোস-গ্লিং (ওয়াইলি: sge sting dga ldan chos gling) বৌদ্ধবিহার থেকে শিক্ষালাভ করেন। পরবর্তী কালে রোং-বো বৌদ্ধবিহারে (ওয়াইলি: rong bo) শেস-রাব-'ওদ-জের (ওয়াইলি: shes rab 'od zer) নামক ভিক্ষুর নিকট তিব্বতী ব্যাকরণ এবং আ-খ্যুং-ঙ্গাগ-দ্বাং-ম্খ্যেন-রাব (ওয়াইলি: a khyung ngag dbang mkhyen rab) নামক ভিক্ষুর নিকট কাব্যশাস্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। দ্গে-'দুন-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস (ওয়াইলি: dge 'dun 'phrin las rab rgyas) নামক তৃতীয় রোং-বো-গ্রুব-ছেন (ওয়াইলি: rong bo grub chen) উপাধিধারী লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্ব্যাংস-ব্ক্রা-শিস (ওয়াইলি: ngag dbang 'jam dbyangs bkra shis) নামক দ্বিতীয় ব্সে-ত্শাং রিন-পো-ছে (ওয়াইলি: bse tshang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা এবং এই বিহারের চতুর্দশ প্রধান এবং তার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে ব্লো-ব্জাং-ছোস-ক্যি-ন্যি-মা (ওয়াইলি: blo bzang chos kyi nyi ma) নামক তৃতীয় থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট তিনি শিক্ষালাভ করেন। ১৮০৭ খ্রিষ্টাব্দে তাকে রোং-বো বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। তিনি লেগ্স-ব্শাদ-স্ব্রাং-র্ত্সি'ই-স্ন্যিং-পো (ওয়াইলি: legs bshad sbrang rtsi'i snying po), 'ফ্রিন-য়িগ-গি-র্নাম-গ্ঝাগ-ব্লো-গ্রোস-স্গো-'ব্যেদ (ওয়াইলি: 'phrin yig gi rnam gzhag blo gros sgo 'byed) প্রভৃতি গ্রন্থের রচয়িতা।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (এপ্রিল ২০১১)। "Bipa Mipam Dawa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৩