বিষয়বস্তুতে চলুন

ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ঝাবদ্রুং কার্পো)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang bstan pa rgyal mtshan) (১৬৬০-১৭২৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৬৬০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে খ্রি-কা (ওয়াইলি: khri ka) নামক স্থানে জন্মগ্রহণ করেন। পঞ্চম দলাই লামা তাকে ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo gros rgya mtsho) নামক দ্বিতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা্র পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তিনি লা-মো-ব্দে-ছেন বৌদ্ধবিহার (ওয়াইলি: la mo bde chen) প্রতিষ্ঠা করেন। তাকে আ-ছি-থু-তশা-গান-নো-মিন-হান (ওয়াইলি: a chi thu tsha gan no min han) উপাধি প্রদান করা হয়। তিনি সপ্তম দলাই লামাকে চিহ্নিতকরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Tsehua, : (জুন ২০১২)। "The Third Zhabdrung Karpo, Ngawang Lobzang Tenpai Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
তৃতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো
উত্তরসূরী
ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান