গ্রীষ্মকালীন অলিম্পিকে রোয়িং
গ্রীষ্মকালীন অলিম্পিকে রোয়িং | |
---|---|
নিয়ন্ত্রক সংস্থা | ফিসা |
বিভাগ | ১৪ (পুরুষ: ৮; নারী: ৬) |
খেলা | |
| |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে রোয়িং (দাড়টানা খেলা) প্রতিযোগিতার অংশ হিসাবে ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে শুরু হয়। যদিও রোয়িং ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের একটি ইভেন্ট ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছিল।[১] ১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আগে শুধুমাত্র পুরুষরাই রোয়িংয়ে অংশগ্রহণ করতে পারত, ১৯৭৬ মন্ট্রিল গেমসে জাতীয় সংস্থা সমূহের আবেদনে মহিলাদের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়।[২] লাইটওয়েট রোয়িং (যেখানে সীমিত ওজনের মাঝি থাকে) ইভেন্ট ১৯৯৬ গেমস থেকে চালু হয়েছে। রোয়িং ইভেন্টের জন্য যোগ্যতা নির্ধারণ করা আন্তর্জাতিক রোয়িং ফেডারেশনের (বা ফিসা/এফআইএসএ, এটি ফরাসি নামের সংক্ষিপ্ত রুপ) এক্তিয়ারভুক্ত। ফিসা আধুনিক অলিম্পিক গেমসের চেয়েও পুরনো এবং এটাই ছিল প্রথম আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন, যে আধুনিক অলিম্পিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল।
বিভাগ
[সম্পাদনা]বর্তমানে অলিম্পিক গেমসে ১৪টি বিভাগে রোয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "History of Rowing at the Olympic Games" (পিডিএফ)। IOC। মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৬।
- ↑ "Feature: the impact of Olympic inclusion on women's rowing"। World Rowing। ১২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Olympic Rowing Medalists at HickokSports.com