গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (ভারত)
![]() | |
Ministry রূপরেখা | |
---|---|
গঠিত | ২০ জানুয়ারি ১৯৮০ |
যার এখতিয়ারভুক্ত | ভারত সরকার |
সদর দপ্তর | কৃষি ভবন, নতুন দিল্লি |
বার্ষিক বাজেট | ₹১,২২,৩৯৮ কোটি (ইউএস$ ১৪.৯৬ বিলিয়ন) (আনুমানিক ২০২০-২১)[১] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী |
|
Ministry নির্বাহী |
|
ওয়েবসাইট | rural |
গ্রামীণ উন্নয়ন মন্ত্রক হল ভারত সরকারের একটি শাখা, যার উপরে গ্রামীণ ভারতের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এটির লক্ষ্য স্বাস্থ্য ও শিক্ষার জন্য বিশেষ গ্রামীণ অনুদান, পাইপের মাধ্যমে পরিস্রুত পানীয় জলের কর্মসূচি, সরকারি ও সাশ্রয়ী মূল্যের আবাসন কর্মসূচি, জনসাধারণের কাজের কর্মসূচি এবং গ্রামীণ রাস্তা ও অবকাঠামোর জন্য অনুদান প্রদানের উপরে স্থির রয়েছে। এটি স্থানীয় গ্রামীণ সংস্থাগুলিকে বিশেষ অনুদান প্রদান করে।[৩]
দ্বিতীয় মোদী মন্ত্রকের প্রথম মন্ত্রিসভা রদবদলের সময় ২০২১ সালের ৭ই জুলাই গিরিরাজ সিং নরেন্দ্র সিং তোমরকে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হিসাবে প্রতিস্থাপন করা হয়েছিল।
বিভাগসমূহ
[সম্পাদনা]মন্ত্রকের দুটি বিভাগ রয়েছে: গ্রামীণ উন্নয়ন বিভাগ ও ভূমি সম্পদ বিভাগ। প্রত্যেক বিভাগের নেতৃত্বে বিভাগীয় সচিব হিসেবে মনোনীত একজন ঊর্ধ্বতন বেসামরিক কর্মচারী রয়েছেন। অনিতা চৌধুরী ভূমি সম্পদ সচিব এবং ওড়িশার ঊর্ধ্বতন আমলা যুগল কিশোর মহাপাত্র গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সচিব হিসাবে রয়েছেন।
আরো দেখুন
[সম্পাদনা]- জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভারত)
- এনআরইজিএ (কেরল)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Union Budget 2020-21 Analysis" (পিডিএফ)। prsindia.org। ২০২০। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২।
- ↑ ক খ গ ঘ "Who's who"। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, ভারত সরকার।
- ↑ "About the Ministry :: Ministry of Rural Development (Govt. Of India)"। ১৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২।