বিষয়বস্তুতে চলুন

গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ঝালু খেনছেন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: grags pa rgyal mtshan) (১৩৬৫-১৪৪৮) ঝ্বা-লু বৌদ্ধবিহারের ত্রয়োদশ ও পঞ্চদশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ঝ্বা-লু বৌদ্ধবিহারের দ্বাদশ প্রধান রিন-ছেন-র্নাম-র্গ্যালের (ওয়াইলি: rin chen rman rgyal) ছাত্র ছিলেন এবং তার নিকট হতে শিক্ষার্থী ও ভিক্ষুর শপথ গ্রহণ করেন। ১৩৮৯ খ্রিষ্টাব্দে তিনি ঝ্বা-লু বৌদ্ধবিহারের প্রধান পদে নির্বাচিত হন। দুই বছর পরে তিনি গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান নামক ফাগ-মো-গ্রু-পা রাজবংশের রাজার ধর্মীয় উপদেষ্টা নিযুক্ত হন। ১৪০৪ খ্রিষ্টাব্দে তিনি ম্খাস-গ্রুব-সাংস-র্গ্যাস-দ্পাল-রিন (ওয়াইলি: mkhas grub sangs rgyas dpal rin) নামক তার শিষ্যকে ঝ্বা-লু বৌদ্ধবিহারের প্রধান হিসেবে নির্বাচিত করেন যিনি পরবর্তী আট বছর ঐ পদে থেকে অবসর নেন। ফলে ১৪১৩ খ্রিষ্টাব্দে গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান পুনরায় ঐ বিহারের প্রধান পদে অধিষ্ঠিত হন ও ঐ পদে প্রায় সাতাশ বছর থাকেন। এরপর তিনি 'খ্রুল-ঝিগ-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'khrul zhig tshul khrims rgyal mtshan) নামক এক পন্ডিতকে পরবর্তী প্রধানের পদে নির্বাচিত করে রি-ফুগ নামক স্থানে জীবনের শেষ আট বছর অতিবাহিত করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wood, Ben (2010-05)। "Drakpa Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-29  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
রিন-ছেন-র্নাম-র্গ্যাল
গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
ঝ্বা-লু বৌদ্ধবিহারের ত্রয়োদশ প্রধান
উত্তরসূরী
ম্খাস-গ্রুব-সাংস-র্গ্যাস-দ্পাল-রিন
পূর্বসূরী
ম্খাস-গ্রুব-সাংস-র্গ্যাস-দ্পাল-রিন
গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
ঝ্বা-লু বৌদ্ধবিহারের পঞ্চদশ প্রধান
উত্তরসূরী
'খ্রুল-ঝিগ-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান