গ্নোম বক্সেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্নোম বক্সেস
গ্নোম বক্সেস ৩.৩২ এ বক্স তৈরীকরণ "সোর্স সিলেকশন" স্ক্রিন
গ্নোম বক্সেস ৩.৩২ এ বক্স তৈরীকরণ "সোর্স সিলেকশন" স্ক্রিন
উন্নয়নকারীগ্নোম প্রকল্প
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি, ভালা
প্ল্যাটফর্মগ্নোম
লাইসেন্সগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স[১]
ওয়েবসাইটwiki.gnome.org/Apps/Boxes

গ্নোম বক্সেস (ইংরেজি: GNOME Boxes) দূরবর্তী বা ভার্চুয়াল সিস্টেমে প্রবেশের উদ্দেশ্যে নির্মিত গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট বা গ্নোম গ্রুপের একটি অ্যাপলিকেশন সফটওয়্যার। বক্সেস কিউইএমইউ, কেভিএম এবং লিবভার্ট ভার্চুয়ালকরণ প্রযুক্তি ব্যবহার করে। [২]

কিছু হার্ডওয়ার এসিস্টেড ভার্চুয়ালাইজেশন যেমন ইন্টেল ভিটি-এক্স সমর্থনের জন্য এর নির্দিষ্ট সিপিইউর প্রয়োজন হয়।

ইতিহাস এবং কার্যাবলী[সম্পাদনা]

ডিসেম্বর ২০১১ সালে গ্নোম বক্সেস গ্নোম ৩.৩ (৩.৪ এর উন্নয়ন শাখায়) একটি বেটা সফটওয়্যার হিশেবে প্রথম আসে,[৩] এবং গ্নোম ৩.৪ এ একটি প্রদর্শন মুক্তি হিশেবে আসে। [৪] প্রাথমিকভাবে গ্নোম বক্সেস একটি ভার্চুয়াল মেশিন ব্যবস্থাপক ও দূরবর্তী ডেস্কটপ ক্লায়েন্ট, যেটি লিবভার্ট, লিবভার্ট-জিলিব এবং লিবওএসইনফোর মত প্রযুক্তি ব্যবহার করে। [৫] অই কম্পিউটারে তৈরীকৃত ভার্চুয়াল মেশিন ছাড়াও, অন্য কম্পিউটারের ভার্চুয়াল মেশিন দেখা যায় এ প্রযুক্তির কারণে। একটা প্রমাণ ডিস্ক ইমেজ ফাইল, যেমন আইএসও ইমেজ থেকে বক্সেস খুব সহজেই লোকাল ভার্চুয়াল মেশিন তৈরী করতে সক্ষম হয়।

লোকবল[সম্পাদনা]

জিশান আলী, আলেকজান্ডার লারসন, ও মার্ক-আন্দ্রে লরে নামক তিন ব্যক্তি মূলত বক্সেস উন্নয়ন করেন। বর্তমানে জিশান আলী এর নিয়ন্ত্রণে আছেন। [৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://git.gnome.org/browse/gnome-boxes/tree/COPYING
  2. "বক্সেসে ব্যবহৃত প্রযুক্তিসমূহ?"গ্নোম সাহায্যগ্নোম প্রকল্প। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 
  3. "ভার্চুয়ালাইজেশনের জন্য গ্নোম উন্নয়নকারীরা গ্নোম বক্স আনলো"। দ্যা এইচ। ২৩ নভেম্বর ২০১১। 
  4. "গ্নোম বক্সের দ্বিতীয় প্রকাশ এসে গেছে"মাইকেল লারাবেল। ফ্রোনিক্স। ২১ ডিসেম্বর ২০১১। 
  5. "গ্নোম উইকিতে বক্সেস! গ্নোম ৩.৩.x উন্নয়ন সিরিজ"। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 
  6. "গ্নোম উইকিতে বক্সেস!"। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:গ্নোম