গোলভনিন উপসাগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোলভনিন উপসাগর (ইনুপিয়াকে তাসিক ) মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের একটি জলপথ। এটি নর্টন সাউন্ডের একটি অংশ। এটি ভ্যাসিলি গোলভনিনের সম্মানে নামকরণ করা হয়েছে। ফিস নদী এই উপসাগরে পতিত হয়েছে। এটি সেওয়ার্ড উপদ্বীপে অবস্থিত এবং পোর্ট ক্লারেন্সের দক্ষিণে একমাত্র সুরক্ষিত জলপথ। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kizzia, Tom (১ আগস্ট ১৯৯৮)। The Wake of the Unseen Object: Travels Through Alaska's Native Landscapes। University of Nebraska Press। পৃষ্ঠা 81–। আইএসবিএন 978-0-8032-7788-5। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৩