গোরো শিমুরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোরো শিমুরা ([[জাপানি ভাষা|][জাপানি]: 志村五郎) (১৯৩০—) বিশিষ্ট জাপানি গণিতবিদ। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এমেরিটাস পদে অধীষ্ঠ আছেন। শিমুরা প্রয়াত জাপানি গণিতবিদ ইয়ুতাকা তানিয়ামার বন্ধু ও সহকর্মী ছিলেন। তাদের দুজনের গবেষণার ফসল গণিতের তানিয়ামা-শিমুরা অনুমান, যেটি পরবর্তীতে ফের্মার বিখ্যাত শেষ উপপাদ্য প্রমাণে সহায়তা করে।