গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে
অবয়ব
গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে | |
---|---|
লাল রঙে গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে | |
পথের তথ্য | |
উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (ইউপিইআইডিএ) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | |
দৈর্ঘ্য | ৯১.৩৫২ কিলোমিটার (৫৬.৭৬৪ মাইল) |
অস্তিত্বকাল | মার্চ ২০২২ (প্রত্যাশিত)–বর্তমান |
প্রধান সংযোগস্থল | |
উত্তর প্রান্ত: | জৈতপুর গ্রাম, গোরখপুর জেলা |
দক্ষিণ প্রান্ত: | সালারপুর গ্রাম, আজমগড় জেলা |
মহাসড়ক ব্যবস্থা | |
উত্তরপ্রদেশের রাজ্য সড়ক |
গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ৯১ কিলোমিটার দীর্ঘ ও ৪-লেন চওড়া (৬-লেনে সম্প্রসারণযোগ্য) একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে। এটি আজমগড় জেলার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী সালারপুর গ্রামের সঙ্গে গোরখপুর জেলার জৈতপুর গ্রামকে সংযুক্ত করবে।[১] সালারপুর গ্রামটি দোস্তপুর ও নিজামবাদের মধ্যে অবস্থিত।
এটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বারা ২০১৮ সালে চালু করা হয়েছিল এবং উত্তরপ্রদেশ সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জমি অধিগ্রহণ শুরু করে।[২] জমি অধিগ্রহণের খরচ সহ গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের মোট প্রকল্পের মূল্য প্রায় ₹৫,৮৭৬ কোটি।[১][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "About Gorakhpur Link Expressway project"। UPEIDA। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ "About Gorakhpur Link Expressway"। The Metro Rail Guy। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ "Gorakhpur Link Expressway: faster connectivity from Lucknow, Agra and Delhi with 91 km long expressway"। Financial Express। ২২ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।