গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে
মানচিত্র
লাল রঙে গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে
পথের তথ্য
উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (ইউপিইআইডিএ) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৯১.৩৫২ কিমি (৫৬.৭৬৪ মা)
অস্তিত্বকালমার্চ ২০২২ (প্রত্যাশিত)–বর্তমান
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:জৈতপুর গ্রাম, গোরখপুর জেলা
দক্ষিণ প্রান্ত:সালারপুর গ্রাম, আজমগড় জেলা
মহাসড়ক ব্যবস্থা
উত্তরপ্রদেশের রাজ্য সড়ক

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ৯১ কিলোমিটার দীর্ঘ ও ৪-লেন চওড়া (৬-লেনে সম্প্রসারণযোগ্য) একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে। এটি আজমগড় জেলার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী সালারপুর গ্রামের সঙ্গে গোরখপুর জেলার জৈতপুর গ্রামকে সংযুক্ত করবে।[১] সালারপুর গ্রামটি দোস্তপুরনিজামবাদের মধ্যে অবস্থিত।

এটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বারা ২০১৮ সালে চালু করা হয়েছিল এবং উত্তরপ্রদেশ সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জমি অধিগ্রহণ শুরু করে।[২] জমি অধিগ্রহণের খরচ সহ গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের মোট প্রকল্পের মূল্য প্রায় ₹৫,৮৭৬ কোটি।[১][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Gorakhpur Link Expressway project"UPEIDA। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১ 
  2. "About Gorakhpur Link Expressway"The Metro Rail Guy। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১ 
  3. "Gorakhpur Link Expressway: faster connectivity from Lucknow, Agra and Delhi with 91 km long expressway"Financial Express। ২২ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১