গোবর্ধনা (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোবর্ধন বা গোবর্ধনচার্য ছিলেন দ্বাদশ শতাব্দীর সেন রাজা লক্ষ্মণ সেনের রাজসভার কবি। তিনি জয়দেবের সমসাময়িক ছিলেন এবং তাঁর আর্যসপ্তশতি (আইএএসটি: āryasaptaśatī), আর্য মিটারের অনুসরণে ৭০০টি কামোত্তেজক কবিতার একটি সংকলনের জন্য পরিচিত। [১] [২] এটি প্রায় এক হাজার বছর আগে রচিত রাজা হালাকে ঐতিহ্যগতভাবে আরোপিত আরও গণতান্ত্রিক প্রাকৃত ভাষায় ৭০০টি শ্লোকের প্রতিক্রিয়া। কবিতার দুটি সেটই আর্য মিটারে রচিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bhattacharji, Sukumari (১ জানুয়ারি ১৯৮০)। "A Survey of Sataka Poetry": 33। জেস্টোর 23339416 
  2. Lal, Mohan (১৯৯২)। Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot (ইংরেজি ভাষায়)। Sahitya Akademi। পৃষ্ঠা 3865। আইএসবিএন 9788126012213। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭