বিষয়বস্তুতে চলুন

গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা পাঁচশ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা।[] এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। প্রতিবছর দোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয়। মেলাটি ১৫ দিনব্যাপী চলে।[]

ইতিহাস

[সম্পাদনা]

ইতিহাস থেকে জানা যায়, প্রায় সাড়ে ৫০০ বছর আগে ১৪৯২ থেকে ১৫৩৫ সালে শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপীনাথপুরে বেড়াতে আসেন। তখন এখানে নন্দিনী প্রিয়া নামে এক সাধকের আতিথিয়েতায় মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রায় ৬০৪ একর জমি লাখেরাজ দান করে দিয়ে যান, যার উৎস থেকে প্রতি বছর দোল যাত্রা ও মেলা উৎসব চলে আসছে।[]

দোলপূর্ণিমা মেলা কমিটির আয়োজকদের বরাত অনুযায়ী, সাড়ে ৫০০ বছরের পুরনো এ মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ ছিল। স্বাধীনতার পরও মেলায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসতো। বর্তমানে ময়মনসিংহ, জামালপুর টাঙ্গাইল, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড় সওয়ারি ও ঘোড়া মালিকরা এ মেলায় ঘোড়া নিয়ে আসেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গোপীনাথপুরে ১৩ দিন ব্যাপী দোল পূর্ণিমা উৎসব"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলা শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৫ 
  3. "জমে উঠেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা"আরটিভি। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৫ 
  4. "গোপীনাথপুরে জমে উঠেছে ঘোড়ার হাট"যুগান্তর। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২