গেট ব্যাক (এএসএপি)
"গেট ব্যাক (এএসএপি)" | |
---|---|
![]() | |
আলেক্সান্দ্রা স্তান এর একক | |
সাক্সবীটস অ্যালবাম থেকে | |
মুক্তি | ২৮ মার্চ ২০১১ |
ফরম্যাট |
|
সময় | ৩:২৯ |
গীতিকার |
|
প্রযোজক |
|
গেট ব্যাক (এএসএপি) রোমানীয় সঙ্গীত শিল্পী আলেক্সান্দ্রা স্তানের তৃতীয় সঙ্গীত অ্যালবাম সাক্সোবীটসের একটি গান। এই গানটি লিখেছেন এবং প্রযোজনা করেছেন মার্সেল প্রদান এবং অ্যান্দ্রে নেমিরসচি।[১]। গানটি মান স্টুডিওতে ধারণ করা হয়। ২০১১ সালের ২৮ মার্চ গানটি প্রকাশ করা হয়[১] যদিও তা ইউটিউবে আপলোড করা হয় ২০ জুন ২০১১।[২]
রচনা ও ইতিহাস[সম্পাদনা]
মার্সেল প্রদান এবং অ্যান্দ্রে নেমিরসচি এর লিখিত এবং প্রযোজিত এই গানটি মান স্টুডিওতে ধারণ করা হয়।[১] এই গানটি ২০১১ সালেই ২০ জুন তারিখে আল্টা মিউজিক এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।[২]