গেট ব্যাক (এএসএপি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"গেট ব্যাক (এএসএপি)"
আলেক্সান্দ্রা স্তান এর একক
সাক্সবীটস অ্যালবাম থেকে
মুক্তি২৮ মার্চ ২০১১
ফরম্যাট
  • ডিজিটাল ডাউনলোড
  • সিডি
সময়৩:২৯
গীতিকার
  • মার্সেল প্রদান
  • অ্যান্দ্রী নেমিরসচি
প্রযোজক
  • প্রদান
  • নেমিরসচি

গেট ব্যাক (এএসএপি) রোমানীয় সঙ্গীত শিল্পী আলেক্সান্দ্রা স্তানের তৃতীয় সঙ্গীত অ্যালবাম সাক্সোবীটসের একটি গান। এই গানটি লিখেছেন এবং প্রযোজনা করেছেন মার্সেল প্রদান এবং অ্যান্দ্রে নেমিরসচি।[১]। গানটি মান স্টুডিওতে ধারণ করা হয়। ২০১১ সালের ২৮ মার্চ গানটি প্রকাশ করা হয়[১] যদিও তা ইউটিউবে আপলোড করা হয় ২০ জুন ২০১১।[২]

রচনা ও ইতিহাস[সম্পাদনা]

মার্সেল প্রদান এবং অ্যান্দ্রে নেমিরসচি এর লিখিত এবং প্রযোজিত এই গানটি মান স্টুডিওতে ধারণ করা হয়।[১] এই গানটি ২০১১ সালেই ২০ জুন তারিখে আল্টা মিউজিক এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাক্সোবীটস (সিডি বুকলেট/লিনার নোটস)। আলেকজান্দ্রা স্টান। যুক্তরাজ্য:আল্ট্রা রেকর্ডস। ২০১১
  2. আলেকজান্দ্রা স্টান- গেট ব্যাক (এএসএপি) প্রাতিষ্ঠানিক ভিডিও (আল্ট্রা মিউজিক)