গুল মোহাম্মদ (খর্বকায় ব্যক্তি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুল মোহাম্মদ
गुल मोहम्मद
জন্ম(১৯৫৭-০২-১৫)১৫ ফেব্রুয়ারি ১৯৫৭
মৃত্যু১ অক্টোবর ১৯৯৭(1997-10-01) (বয়স ৪০)
নতুন দিল্লী, ভারত
মৃত্যুর কারণশ্বাসপ্রশ্বাসে বিঘ্নতা
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণসবচেয়ে খর্বকায় প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃত প্রাক্তন ব্যক্তি (১৯৯০–২০১১)
উচ্চতা০.৫৭ মিটার (১ ফুট ১০+ ইঞ্চি)

গুল মোহাম্মদ (১৫ ফেব্রুয়ারি, ১৯৫৭– ১লা অক্টোবর, ১৯৯৭) ভারতের নতুন দিল্লির বাসিন্দা, গিনেস বিশ্ব রেকর্ডের মতে, তার জীবৎকালে তিনিই পৃথিবীর সবচেয়ে খর্বকায় প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃত ব্যক্তি ছিলেন, যার অস্তিত্ব ও উচ্চতা স্বতন্ত্রভাবে স্বীকৃত ছিল।[১]

১৯৯০ সালের ১৯ জুলাই ভারতের নতুন দিল্লিতে অবস্থিত রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয় যেখানে তার উচ্চতা পাওয়া গিয়েছিল ১ ফুট ১০.৫ ইঞ্চি (৫৭ সেঃমিঃ) এবং ওজন ছিল ৩৭.৫ পাউন্ড (১৭ কেজি)। এজমা এবং ব্রংকাইটিসের সাথে দীর্ঘ সময় লড়ার পর ১লা অক্টোবর, ১৯৯৭ সালে তিনি শ্বাসপ্রশ্বাস জ্বনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেন।[২] পরবর্তীকালে তার রেকর্ড নেপালের চন্দ্রবাহাদুর ডাঁগি ভেঙ্গে দিয়েছিলেন যার উচ্চতা ছিল মাত্র ২১.৬ ইঞ্চি (৫৪.৬ সেঃমিঃ)।[৩]

পূর্বসূরী
পলিন মুস্টারস
সবচেয়ে খর্বকায় প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃত ব্যক্তি
১৯৯০–২০১১
উত্তরসূরী
চন্দ্রবাহাদুর ডাঁগি

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. News. (1997-10-03). Gul Mohammed; World's Shortest Man. Los Angeles Times. Retrieved 2008-08-30.
  2. "ইতিহাসের সবচেয়ে ক্ষুদে মানুষটি আর নেই"মানবজমিন। ২০১৫-০৯-০৫। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮ 
  3. "সবচেয়ে বেঁটের স্বীকৃতি পেলেন নেপালের চন্দ্র বাহাদুর"দৈনিক প্রথম আলো। ২৭ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]