গুঞ্জন ভরদ্বাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুঞ্জন ভরদ্বাজ
জন্ম (1986-07-17) ১৭ জুলাই ১৯৮৬ (বয়স ৩৭)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১৪–বর্তমান
পরিচিতির কারণঅহেতুক
ক্যালেন্ডার
আত্মীয়রিম্পী দাস (ভগ্নী)

গুঞ্জন ভরদ্বাজএকজন ভারতীয় অভিনেতা। তিনি অসমীয়া চলচ্চিত্রে করা অভিনয়ের জন্য বিখ্যাত। ২০১৪ সালে অসমীয়া ছবি টি আর পি এবংতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন।[১] এর আগে তিনি জানমণি ভিসিডিতে অভিনয় করেছিলেন। তিনি অহেতুক ছায়াছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

১৯৮৬ সালের ১৭ জুলাই তারিখে আসামের তিনসুকীয়া জেলার তিনসুকীয়াতে গুঞ্জন ভরদ্বাজের জন্ম হয়েছিল। তাঁরা তিনজন ভ্রাতা-ভগ্নী। তাঁর বোন রিম্পী দাস একজন অভিনেত্রী। তিনি অসমীয়া চলচ্চিত্র এবং হিন্দী টেলিভিশন উদ্যোগে অভিনয় করেন।

কর্মজীবন[সম্পাদনা]

গুঞ্জন ভরদ্বাজ প্রথমে সাঙ্গীতিক ভিডিওসমূহে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের সূচনা করেন। ভিসিডি ছবি জানমণির পরে তিনি প্রযোজকদের নজরে আসেন। তাঁর প্রতিভার প্রমাণ পাওয়ার পরে ২০১৪ সালে তিনি টি আর পি এবংতে অভিনয়ের সুযোগ লাভ করেন। তারপরে তিনি বাণী দাসের বাণিজ্যিকভাবে সফল ছবি অহেতুকয়ে মুখ্য চরিত্রে অভিনয় করেন। এখানে তিনি অমৃতা গগৈর বিপরীতে অভিনয় করেছিলেন। তারপরে তিনি ২০১৭ সালে কয়েকটি বেশি বাজেটের অসমীয়া ছবি যেমন ক্যালেন্ডার, রাফ্ অ্যান্ড টাফ্, তুমি আহিবানে এবং প্রিয়ার প্রিয়

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

সাল চলচ্চিত্র পরিচালক টীকা
২০১৪ টি আর পি এবং মৃদুল গুপ্তা প্রথম ছবি
২০১৫ অহেতুক বাণী দাস
২০১৭ রাফ্ অ্যান্ড টাফ্ [৩] মণি সিনহা
তুমি আহিবানে প্রেরণা বরবরুয়া
প্রিয়ার প্রিয় মুনিন বরুয়া
২০১৮ ক্যালেন্ডার হিমজ্যোতি তালুকদার
২০১৯ ককাইদেউ বিন্দাচ ধ্রুব বরদলৈ
এরাসুঁতির ঢল চারুকমল হাজারিকা
২০২০ জনকনন্দিনী কুঞ্জলতা গগৈ দাস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ""TRP aru…" – New Assamese Film by Mridul Gupta"। Magicalassam.com। ১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভে ২০১৪ 
  2. "Teaser of upcoming Assamese film Calendar released, Promises to touch hearts"। unitreed.com। ২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রু ২০১৭ 
  3. "Gunjan Bharadwaj"Moviebuff.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]