গাল্ফ টুডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাল্ফ টুডে
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
প্রকাশকদার আল খালিজ
প্রতিষ্ঠাকাল১৫ এপ্রিল ১৯৯৬; ২৭ বছর আগে (1996-04-15)
ভাষাইংরেজি
সদর দপ্তরশারজাহ
সহোদর সংবাদপত্রআল খালিজ
ওয়েবসাইটhttps://gulftoday.ae

গাল্ফ টুডে, সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। [১] এটি সংযুক্ত আরব আমিরাতের চারটি ব্রডশিট পত্রিকার মধ্যে একটি।

সংবাদপত্রটি ১৯৯৬ সালের ১৫ এপ্রিল চালু করা হয়েছিল [২] দুই ভাই তারিয়াম ওমরান তারিয়াম এবং আবদুল্লাহ ওমরান তরিয়াম কর্তৃক। যারা দার আল খালিজ নামের প্রেস, মুদ্রণ ও প্রকাশনা সংস্থার মালিক।

দার আল খালিজ গ্রুপ আরবি দৈনিক ব্রডশিট পত্রিকা আল খালিজ প্রকাশ করে। [১]

গাল্ফ টুডে সপ্তাহান্তে যে রঙিন ম্যাগাজিন প্রকাশ করে তার নাম প্যানোরমা , যা প্রতিদিনের পত্রিকার সাথে বিনামূল্যে বিতরণ করা হয়। প্যানোরামা হলিউড থেকে বলিউড পর্যন্ত চলচ্চিত্র, ক্রীড়া, সাহিত্য, রাজনীতি এবং বিনোদন সমস্ত কভার করে। প্রধান সম্পাদক হলেন আয়েশা তরম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ibrahim Al Abed; Peter Hellyer (২০০৬)। United Arab Emirates Yearboook 2006। Trident Press Ltd। পৃষ্ঠা 264। আইএসবিএন 978-1-905486-05-2। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  2. Phillip Cass (২০০১)। "Newspaper archiving in the UAE" (পিডিএফ)। Australian Media Transformation Conference। ২৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪