গয়া লাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গয়া লাল একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। লাল পালওয়াল জেলার হোদাল কেন্দ্র থেকে হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন।[১][২][৩]

গয়া লাল ১৯৬৭ সালে এক পাক্ষিকের মধ্যে তিনবার দল পরিবর্তন করে প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জনতা পার্টিতে, আবার কংগ্রেসে এবং তারপর নয় ঘণ্টার মধ্যে আবার জনতা পার্টিতে যোগ দেন। গয়ালাল যখন যুক্তফ্রন্ট ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন কংগ্রেস নেতা রাও বীরেন্দ্র সিং তাকে চণ্ডীগড় প্রেসে নিয়ে আসেন এবং "আয়া রাম গয়া রাম" ঘোষণা করেন। এটি অসংখ্য কৌতুক এবং কার্টুনের বিষয় হয়ে ওঠে। ১৯৮৫ সালে এই ধরনের দলত্যাগ রোধ করার জন্য সংবিধান সংশোধন করা হয়েছিল। লালের ছেলে উদয় ভান বর্তমানে ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিয়ানা ইউনিটের রাজ্য সভাপতি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]