বিষয়বস্তুতে চলুন

গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উ: মা:)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)
ঠিকানা
মানচিত্র

,
৭২২১৩৪

তথ্য
নীতিবাক্যতমসো মা জ্যোতির্গময়
প্রতিষ্ঠাকাল১৯৩৭; ৮৭ বছর আগে (1937)
বিদ্যালয় বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় কারিগরী পরিষদ
বিদ্যালয় কোডইউডিআইএসই কোড : ১৯১৩১৬০৯৭০২

সংসদ কোড : ১৪০৩০
পর্ষদ কোড : U1-০৩২

বৃত্তিমূলক কোড : ৫০৪৩
সভাপতিদেবাশীষ মণ্ডল
প্রধানশিক্ষকমধুসূদন মণ্ডল
শিক্ষকমণ্ডলী৫৮
শ্রেণিপঞ্চম শ্রেণি- উচ্চ মাধ্যমিক(+২)
লিঙ্গপুং (৫ম থেকে ১০ম)
উভয় (১০ম থেকে ১২দশ)
ভাষাবাংলা ও ইংরেজী
বিদ্যালয়ের কার্যসময়১০.০০ টা থেকে ০৪.০০ টা
রংসাদা এবং নীল
  
স্লোগানসা বিদ্যা, মা বিমুক্তয়ে
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ডাকনামGRHS
ওয়েবসাইটOfficial Website

গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রাইপুর ব্লকে অবস্থিত।[] এই উচ্চ বিদ্যালয়টি কংসাবতী নদীর পাশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

বিদ্যালয় প্রতিষ্ঠা

[সম্পাদনা]

১৯৩৭ সালে পার্শ্ববর্তী গ্রামের ছাত্র -ছাত্রীর শিক্ষার সুবিধার্থে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয় সম্পর্কে

[সম্পাদনা]

বিদ্যালয়ে অনেকগুলি শ্রেণিকক্ষ রয়েছে ।[] বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ রয়েছে।মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি ভরে উঠেছে। ১৯৭৬ সালে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।পার্শ্ববর্তী গ্রাম থেকে ছাত্র -ছাত্রীরা এই বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে আসে। [] []

কতিপয় উল্লেখযোগ্য সাফল্য (সাম্প্রতিক)

১৯৯৮ শুভাশিষ মণ্ডল

(উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম)

২০০০ পবিত্র দাস

(উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম)

২০০২ প্রশান্ত রজক

(এস.সি, হিসেবে মাধ্যমিকে দেশে

প্রথম ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত)

২০০৬ কুমুদ ব্যানার্জী

(মাধ্যমিকে রাজ্যে সপ্তম)

২০০৮ কুমুদ ব্যানার্জী []

(উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম।

২০১০ উজ্জ্বল সরেন

(এস,টি, হিসেবে উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম)

২০১১ কৌশিক দে

(উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তদশ)

২০১৩ সুমনা মণ্ডল

(এস.সি. হিসেবে কলা বিভাগে সারা

ভারতে দ্বিতীয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত)

১৯৯৮ ঝন্টু রজক

(রাজা সেরা অ্যাথলেটিক)

২০০৭ বাপি সরেন

রাজ্য সেরা গোল কিপার

২০১৮ সীমা মিশ্র

উচ্চ মাধ্যমিকে রাজ্যে একাদশ

২০২০ সুমন দে

উচ্চ মাধ্যমিকে রাজ্যে চতুর্থ

২০২০ তমাল মণ্ডল

উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম

২০২১ মাধ্যমিকে মোট ৭জন ছাত্র পশ্চিমবঙ্গে ১০-এর মধ্যে স্থান অধিকার করেছে

২০২২ অন্বেষা চক্রবর্তী []

উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ)

ঈশিতা মহাপাত্র []

উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম।

২০২৪ সৌম্যদীপ মণ্ডল []

মাধ্যমিকে রাজ্যে দশম।

অমৃত জয়ন্তী

[সম্পাদনা]

২০১৩ সালে বিদ্যালয়টির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

[সম্পাদনা]

বর্তমানে এ বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

  • ৫ম শ্রেণি;
  • ৬ষ্ঠ শ্রেণি;
  • ৭ম শ্রেণি;
  • ৮ম শ্রেণি;
  • ৯ম শ্রেণি;
  • ১০ম শ্রেণি;
  • ১১দশ–১২দশ শ্রেণি; বিভাগ: [কলা বিভাগ; বিজ্ঞান বিভাগ; বৃত্তিমূলক বিভাগ]
  • এই বিদ্যালয়ে অনেকগুলি সাধারণ শ্রেণিকক্ষ আছে। আর আছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ১০০ আসন বিশিষ্ট স্মার্ট ক্লাসরুম।
  • এই বিদ্যালয়ে আইসিটি পরিচালিত আধুনিক কম্পিউটার ল্যাব আছে।
  • এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অলচিকি লিপির মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা আছে।[]

ইউনিফর্ম

[সম্পাদনা]
  • সাদা শার্ট  , নীল প্যান্ট   এবং সাদা কেডস্  

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম

[সম্পাদনা]

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। এছাড়া শারীর চর্চার জন্য মনোহর আইচ স্মৃতি জিমনেসিয়াম আছে।

ল্যাবরেটরি

[সম্পাদনা]

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার, ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়। এই বিদ্যালয়ে মডেল ইনোভেটিভ সায়েন্স ল্যাবরেটরিও আছে।

ছাত্রাবাস ও ছাত্রীনিবাস

[সম্পাদনা]

পঞ্চম হতে দশম শ্রেণি পর্যন্ত তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাত্রদের জন্য ছাত্রাবাস রয়েছে। একাদশ - দ্বাদশ শ্রেণির তফসিলি উপজাতি ছাত্রদের জন্য রয়েছে ডঃ বি. আর আম্বেদকর কেন্দ্রীয় ছাত্রাবাস। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাত্রীদের জন্য রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন্দ্রীয় ছাত্রীনিবাস (সরকারী)। সাধারণ (জেনারেল কাস্ট) শ্রেণির ছাত্রদের জন্য বিদ্যালয় পরিচালিত হোস্টেলের সুব্যবস্থা আছে।[১০]

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস,শহীদ দিবস, রবীন্দ্রজয়ন্তী ইত্যাদি যথাযথ মর্যাদার সাথে ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় বিভিন্ন শিক্ষা সফর।

সম্পর্কিত নিবন্ধ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Garh Raipur High School (H.S) গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)"www.indiacom.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ 
  2. "গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)"www.schools.org.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ 
  3. "Garh Raipur High School-Duare Sarkar Bankura Camp Schedule"s3waas.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-দুয়ারে সরকার"wb.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ 
  5. "Details of Education OF BANKURA."bankura.org (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  6. "WB HS Results 2022: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ২৭২ জনের নাম, রইল সম্পূর্ণ তালিকা"bengali.abplive.com। ১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  7. "পথশিশুদের জন্য কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অধীশা" (PDF)epaper.sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  8. "WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন"tv9bangla.com। ৩০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  9. বিদ্যালয় বিবরণী, তুষারকান্তি ষন্নিগ্রহী কর্তৃক সংগৃহীত,প্রকাশক=Headmaster, বছর=২০২৪, পাতা=১১
  10. বিদ্যালয় বিবরণী, তুষারকান্তি ষন্নিগ্রহী কর্তৃক সংগৃহীত, ২০২৪