গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উ: মা:)
গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) | |
---|---|
![]() | |
![]() | |
![]() বিদ্যালয় চত্বর | |
ঠিকানা | |
, ৭২২১৩৪ | |
তথ্য | |
নীতিবাক্য | তমসো মা জ্যোতির্গময় |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৭ |
বিদ্যালয় বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় কারিগরী পরিষদ |
বিদ্যালয় কোড | ইউডিআইএসই কোড : ১৯১৩১৬০৯৭০২ সংসদ কোড : ১৪০৩০ |
সভাপতি | দেবাশীষ মণ্ডল |
প্রধানশিক্ষক | মধুসূদন মণ্ডল |
শিক্ষকমণ্ডলী | ৫৮ |
শ্রেণী | পঞ্চম শ্রেণী-উচ্চ মাধ্যমিক(+২) |
লিঙ্গ | পুং (৫ম থেকে ১০ম) উভয় (১০ম থেকে ১২দশ) |
ভাষা | বাংলা ও ইংরেজী |
বিদ্যালয়ের কার্যসময় | ১০.০০ টা থেকে ০৪.০০ টা |
রং | সাদা এবং নীল |
স্লোগান | সা বিদ্যা, মা বিমুক্তয়ে |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ডাকনাম | GRHS |
ওয়েবসাইট | Official Website |
গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রাইপুর ব্লকে অবস্থিত।[১] এই উচ্চ বিদ্যালয়টি কংসাবতী নদীর পাশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
বিদ্যালয় প্রতিষ্ঠা[সম্পাদনা]
১৯৩৭ সালে পার্শ্ববর্তী গ্রামের ছাত্র -ছাত্রীর শিক্ষার সুবিধার্থে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয় সম্পর্কে[সম্পাদনা]
বিদ্যালয়ে অনেকগুলি শ্রেণীকক্ষ রয়েছে ।[২] বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ রয়েছে।মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি ভরে উঠেছে।২০০৯ সালে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক অন্তর্ভুক্ত হয়।পার্শ্ববর্তী গ্রাম থেকে ছাত্র -ছাত্রীরা এই বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে আসে। [৩] [৪]
অমৃত জয়ন্তী[সম্পাদনা]
২০১৩ সালে বিদ্যালয়টির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ[সম্পাদনা]
বর্তমানে এ বিদ্যালয়ে ৫ম থেকে ১২তম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
- ৫ম শ্রেণী;
- ৬ষ্ঠ শ্রেণি;
- ৭ম শ্রেণি;
- ৮ম শ্রেণি;
- ৯ম শ্রেণী;
- ১০ম শ্রেণী;
- ১১দশ–১২দশ শ্রেণি; বিভাগ: [কলা বিভাগ; বিজ্ঞান বিভাগ; বৃত্তিমূলক বিভাগ]
ইউনিফর্ম[সম্পাদনা]
- সাদা শার্ট , নীল প্যান্ট এবং সাদা কেডস্
খেলাধুলা ও সহপাঠ্যকর্ম[সম্পাদনা]
শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।
ল্যাবরেটরি[সম্পাদনা]
বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার, ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড[সম্পাদনা]
বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, যথাযথ মর্যাদার সাথে ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় বিভিন্ন শিক্ষা সফর।
সম্পর্কিত নিবন্ধ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Garh Raipur High School (H.S) গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)"। www.indiacom.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।
- ↑ "গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)"। www.schools.org.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।
- ↑ "Garh Raipur High School-Duare Sarkar Bankura Camp Schedule"। s3waas.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-দুয়ারে সরকার"। wb.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।