গজশাস্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গজশাস্ত্র (সংস্কৃত: गजशास्त्र, অনুবাদ'হাতির জ্ঞান') হল হাতির উপর ভারতীয় সংক্ষিপ্ত গ্রন্থ যা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৫ম শতাব্দীতে পলকপ্যকে আরোপিত করা হয়েছে।

বিবরণ[সম্পাদনা]

রাজা রোমপদ (লোমপদ) এর রাজত্বকালে অঙ্গ মহাজনপদে হাতিদের দ্বারা আবাসস্থল ধ্বংসের কথা উল্লেখ করে। এতে ভারতীয় উপমহাদেশের বর্তমান রাজস্থান, পাঞ্জাব, অন্ধ্র,  গুজরাট, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্য সহ ভারতীয় উপমহাদেশে হাতিদের আবাসস্থল সংক্রান্ত তথ্যও রয়েছে এবং কীভাবে তাদের ধরতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে তার বিশদ বিবরণ রয়েছে।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sturgis, R.C (২০১৫)। The Mammals That Moved Mankind: A History of Beasts of Burdenআইএসবিএন 1504939468 
  2. Sukumar, R. (১৯৯২)। The Asian Elephant: Ecology and Management। Cambridge University Press। পৃষ্ঠা 2। আইএসবিএন 9780521437585