খ্রিস্টপূর্ব ৪০তম শতাব্দী
সহস্রাব্দ: | খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
সময়রেখা: | |
দশক: |
|
বিষয়শ্রেণীসমূহ: | জন্ম – মৃত্যু সংস্থাপনা – বিলুপ্তি সংস্থাপনা |
খ্রিষ্টপূর্ব ৪০তম শতাব্দী শুরু হয়েছিলো খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে এবং সমাপ্ত হয় খ্রিষ্টপূর্ব ৩৯০১ অব্দে। এই সময় নিকট প্রাচ্য এবং দক্ষিণপূর্ব ইউরোপে চলছিলো 'ক্যালকোলিথিক যুগ' (প্রস্তর ও ব্রোঞ্জ যুগের মধ্যবর্তী 'কপার যুগ') এবং উত্তরপূর্ব ইউরোপে ছিলো 'নিওলিথিক যুগ'।
সংস্কৃতি[সম্পাদনা]
- নিকট প্রাচ্য
- প্রাগৈতিহাসিক মিশরে এল ওমরি সংস্কৃতির পতন ঘটে।
- নাকাডা সংস্কৃতির সূচনা।
- মেসোপটেমিয়া অঞ্চলে উরুক যুগের উদ্ভব ঘটে।
- ইউরোপ
- পূর্ব এশিয়া
- লিয়্যাংঝু সংস্কৃতি।
- জাপান দ্বীপে জুমুন যুগ শুরু।
ঘটনাবলী এবং উদ্ভাবন[সম্পাদনা]
পঞ্জিকা[সম্পাদনা]
- বেদ বিশ্ব সম্পর্কিত ইতিহাস শুরু করে খ্রিষ্টপূর্ব ৩৯৫২ অব্দ হতে।