খুলনা সিটি কর্পোরেশনের মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র | |
---|---|
দায়িত্ব শূন্য ১৯ আগস্ট ২০২৪ থেকে | |
খুলনা সিটি কর্পোরেশন | |
সম্বোধনরীতি | মাননীয় মেয়র |
অবস্থা | নগর প্রধান |
যার কাছে জবাবদিহি করে | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
আসন | নগর ভবন, খুলনা |
মনোনয়নদাতা | সরাসরি ভোটে নির্বাচিত |
নিয়োগকর্তা | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | শেখ তৈয়বুর রহমান |
গঠন | ৬ আগস্ট ১৯৯০ |
বেতন | বার্ষিক ৳ ১০,২০,০০০ |
ওয়েবসাইট | khulnacity.org |
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বা খুলনার মেয়র বা খুসিক মেয়র হলেন বাংলাদেশের খুলনা বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। খুলনা মহানগর পরিচালনের জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশনের কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।
১৯৯০ সালের ৬ আগস্ট খুলনা সিটি কর্পোরেশনে উন্নীত হয়।[১] এরপূর্বে ১৮৮৪ সালের ১২ ডিসেম্বর প্রথমে পৌরসভা এবং ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর মিউনিসিপ্যাল করর্পোরেশনে উন্নীত হয়।[১] কাজী আমিনুল হক শহরের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান। ১৯৯৪ সালে প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে শেখ তৈয়বুর রহমান নাগরিকদের সরাসরি ভোটে মেয়র হিসেবে বিজয়ী হন।[১] ২০১৮ সালের ১৫ মে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।[২] সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পূর্বে বিভিন্ন সময় চেয়ারম্যান ও প্রশাসকগণ নারায়ণঞ্জ পৌরসভা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের সিটি কর্পোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু বলা নেই। বিভিন্ন সময় সরকার কর্তৃক বিভিন্ন মেয়রের পদমর্যাদা নির্ধারিত হয়। ২০১৯ সালের মে মাসে সরকার কর্তৃক খুসিক মেয়রকে প্রতিমন্ত্রীর পদর্মযাদা দেওয়া হয়।[৩]
মেয়রদের তালিকা
[সম্পাদনা]ক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি | দল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | কাজী আমিনুল হক | প্রশাসক | ২৩ আগস্ট ১৯৮৮ | ৯ ডিসেম্বর ১৯৯০ | [৪] | ||
২ | এ কে এম ফজলুল হক মিয়াঁ | বিভাগীয় কমিশনার | ১৫ ডিসেম্বর ১৯৯০ | ২২ মে ১৯৯১ | [৪] | ||
৩ | শেখ তৈয়বুর রহমান | মেয়র | ২২ মে ১৯৯১ | ২৯ নভেম্বর ২০০৭ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | |
৪ | মনিরুজ্জামান মনি | মেয়র (ভারপ্রাপ্ত) | ২০ নভেম্বর ২০০৭ | ১৩ সেপ্টেম্বর ২০০৮ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | |
৫ | তালুকদার আব্দুল খালেক | মেয়র | ১৪ সেপ্টেম্বর ২০০৮ | ৯ জুন ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৪] | |
৬ | আজমল আহমেদ | মেয়র (ভারপ্রাপ্ত) | ৩০ জুন ২০১৩ | ২৩ সেপ্টেম্বর ২০১৩ | [৪] | ||
৭ | মনিরুজ্জামান মনি | মেয়র | ২৫ সেপ্টেম্বর ২০১৩ | ০২ নভেম্বর ২০১৫ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | |
৮ | আনিছুর রহমান বিশ্বাষ | মেয়র (ভারপ্রাপ্ত) | ০৩ নভেম্বর ২০১৫ | ২০ নভেম্বর ২০১৬ | [৪] | ||
৯ | মনিরুজ্জামান মনি | মেয়র | ২১ নভেম্বর ২০১৬ | ১৯ মে ২০১৮ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | |
১০ | তালুকদার আব্দুল খালেক | মেয়র | ৫ জুলাই ২০১৮ | ১৯ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "খুলনা সিটি করপোরেশন"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "খুলনা সিটি নির্বাচন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আতিকুল মন্ত্রী লিটন-খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "সাবেক মেয়রদের তালিকা"। খুলনা সিটি করপোরেশন। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "শপথ নিলেন মেয়র তালুকদার খালেক"। একুশে টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।