খাজরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাজরি (আজারবাইজানি: Xəzri) হলো উত্তর কাস্পিয়ান সাগরের একটি শীতল স্থানীয় বায়ুপ্রবাহ, যা সারা বছর আবশেরন উপদ্বীপ ব্যাপী, বিশেষ করে বাকুতে প্রবাহিত হয়। খাজরি হলো গ্যাল-উদ্ভূত শক্তিশালী বায়ুপ্রবাহ, যা এই অঞ্চলে প্রভাব বিস্তার করে। খাজরির গতিবেগ কখনো কখনো ৪০ মি/সে (১৪০ কিমি/ঘ; ৮৯ মা/ঘ; ৭৮ নট) পর্যন্ত হতে পারে। এটি বেশ কিছু অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত করে। যদিও, গ্রীষ্মকালেও শীতল আবহাওয়া বজায় রাখতে এটি সহায়ক।[১] খাজরি হলো গিলাবার বায়ুপ্রবাহের থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী, যা গ্রীষ্মকালে দক্ষিণ থেকে প্রবাহিত হওয়া উষ্ম বায়ু।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Secretariat of the Conference Organizing Committee (২০০৪)। "Information about Azerbaijan"Global ICT Conference 2004। Azerbaijan Ministry of Communications and Information Technologies। ১৯ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১২ 
  2. "Climate in Azberbaijan"