খসড়া:১ম প্যান্জার বাহিনী (ওয়েহারম্যাক্ট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ম প্যান্জার
ইউনিটের প্রতীক
সক্রিয়১৫ই অক্টোবর ১৯৩৫ – ৮ই মে ১৯৪৫
দেশ জার্মানি
শাখা জার্মানি সেনাবাহিনী
ধরনপ্যান্জার
ভূমিকাArmored warfare
আকারDivision
গ্যারিসন/সদরদপ্তরWehrkreis IX: ভাইমার
যুদ্ধসমূহদ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রতীকসমূহ
১৯৩৫–৪০ ও ১৯৪৩–৪৫
১৯৪০-এর দ্বিতীয়ার্ধ
১৯৪১-৪২

১৫ই অক্টোবর ১৯৩৫-এ ১ম প্যান্জার তৈরি করা হয়। আগে ছিলো ৩য় ক্যাভলরীওয়াইমা এ হেডকোয়ার্টার ছিলো। এটা ১৯৩৫-এ জার্মানির তৈরী প্রথম তিনটে ট্যাঙ্ক বাহিনীর একটা। বাকিগুলো হচ্ছে ২য় এবং ৩য় প্যান্জারভার্সাইয়ের সন্ধি অনুসারে জার্মানির ট্যাঙ্ক বাহিনী রাখার অনুমতি ছিলো না। শুরু থেকেই কিন্তু জার্মানির ওপর ভার্সাই সন্ধি ভাঙার অভিযোগ উঠেছিলো। এও শোনা যায়, জার্মানি নাকি সোভিয়েত ইউনিয়নে, কমিউনিস্ট সরকারের সাহায্যে ট্যাঙ্ক ইস্কুল চালাতো।[১][২]

১৯৩৮-এ অস্ট্রিয়া দখল, ১৯৩৮-এই সুদাতেনল্যান্ড নিয়ে ঝামেলা, তারপরেই ১৯৩৯-এ চেকোস্লোভাকিয়া দখল। ঐ বছরই সেপ্টেম্বরে পোল্যান্ড আক্রমণ, মাত্র ৮ দিনেই ওয়ারস দখল। উপরোল্লিখিত সবকাজেই ১ম প্যান্জার ব্যবহৃত হয়েছে। তারপর এরা ১৮তম ইনফ্যান্ট্রি সাথে ১৯৩৯-এর নভেম্বরে, পোল্যান্ডের আত্মসমর্পণের পর জার্মানি ফিরে আসে।[৩]

Elements of the division crossing the Maas near Sedan, May 1940.

১৯৪০-এর মে মাসে, ১ম প্যান্জার নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, লাক্সেমবার্গ দখল অংশ নেয়। সেডানের যুদ্ধ, ডানকার্ক জেতার পর Weygand Line আক্রমণ করে। সুইস সীমান্তের দিকে দ্রুত ধাবিত হয়ে বেলফোর্ট দখল করে।[৩]

১৯৪০-এর সেপ্টেম্বর পর্যন্ত ১ম প্যান্জার ফ্রান্সেই ছিলো। ১৯৪১-এর ২২শে জুন, ১৬তম১৮তম প্যান্জার এর সাথে অপারেশন বারবারোসা শুরু করে। আর্মি গ্রুপ নর্থ এর অধীনে ৪র্থ প্যান্জার এর সাথে জার্মান-লিথুয়ানিয়া সীমান্ত পেরোয়। আগস্ট মাসে লেলিনগ্রাদ এর দিকে এগিয়ে যায়। কিন্তু জার্মানির জ্বালানি-কয়লা-লোহা-নিকেল-ক্রোমিয়ামের খুব অভাব। আবার ব্রিটিশরা তো সুয়েজ-জিব্রাল্টার-ইংলিশ চ্যানেল-উত্তর সাগর-আটলান্টিক-আর্কটিক মহানগর সব জার্মানির জন্যে ব্লক করে রেখেছে। তাই তারা মস্কো-লেলিনগ্রাদ দখল না করে আগে খনিজ-কৃষি সম্মৃদ্ধ ইউক্রেনের দিকে ধাবিত হয়। অক্টোবর মাসে আর্মি গ্রুপ সেন্টার এর অধীনে মস্কো দখলের চেষ্টা করে। জার্মান জেনারেলদের মনে হয়েছিলো, মস্কো দখল করলেই ফ্রান্সের মতো রাশিয়াও আত্মসমর্পণ করবে। কিন্তু আগে নেপোলিয়নও একই প্ল্যান করে কোনো সুবিধা পাননি। ১ম প্যান্জার মস্কো থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মা) দূর থেকে সোভিয়েতদের পাল্টা আক্রমণে ফিরে আসে।[৪]

The division was part of the defence of the Rzhev Salient during early 1942[৪] The 1st Panzer Division was engaged in the defence of the supply lines of the 9th Army in the centre of the Eastern Front. ১৯৪১-৪৫-এ ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধ করে। After months in northern France, the division was sent to occupied Greece in June 1943 because of the perceived threat of an Allied landing there. Instead, the landing took place in Sicily and the division participated in the disarming of Italian forces in Greece when the former defected from the Axis in September 1943. The 1st Panzer Division was brought up to full strength again in October when it received a substantial number of Panther and Tiger I tanks and returned to the Eastern Front again shortly thereafter.[৫]

The 1st Panzer Division was engaged in the southern sector of the Eastern Front to serve alternately within the 1st and 4th Panzer Army as an emergency force. It was constantly thrown from crisis location to crisis location as the German front lines retreated, taking part in battles at Kiev, Zhitomir and Cherkassy. The latter battle saw the division attempting to break through to the cauldron but falling just short. By March 1944, the division had been reduced to just over 25 percent of its nominal strength. Retreating further westwards, the division was part of the Kamenets-Podolsky pocket and, from there, took part in the defence of eastern Poland and Hungary. It was engaged in defensive operations around Lake Balaton and took part in the unsuccessful attempt to break through to the Siege of Budapest and once more suffered heavy losses.[৬]

The final month of the Second World War saw the division engaged in the defence of Styria. From there, it retreated westwards to surrender to US forces rather than Soviet ones, successfully crossing the demarcation line between the two. It surrendered on 8 May 1945 in southern Bavaria and most of its soldiers were released from captivity soon after.[৭]

সেনাপতি[সম্পাদনা]

১ম প্যান্জারের সেনাপতিরা:[৮]

সংগঠন[সম্পাদনা]

১ম প্যান্জারের গঠন:[৯]

  • 1. প্যান্জার-ব্রিগেড
    • প্যান্জার-রেজিমেন্ট ১
      • প্যান্জার-অ্যাবঠাইলোং I (অ্যাবঠাইলোং বা Abteilung মানে ডিপার্টমেন্ট)
      • প্যান্জার-অ্যাবঠাইলোং II
    • প্যান্জার-রেজিমেন্ট ২ (deleted Oct 1940)
      • প্যান্জার-অ্যাবঠাইলোং I
      • প্যান্জার-অ্যাবঠাইলোং II
  • ১. সুট্জু-ব্রিগেড (সুট্জু বা Schützen মানে রক্ষাকারী)
    • সুট্জু-রেজিমেন্ট 1 (renamed প্যান্জার-গ্রেনেডিয়ার-রেজিমেন্ট 1 Jul 1941)
      • সুট্জু-ব্যাটালিয়ন I
      • সুট্জু-ব্যাটালিয়ন II
      • সুট্জু-ব্যাটালিয়ন III (added Oct 1939, deleted Nov 1940)
    • সুট্জু-রেজিমেন্ট 113 (renamed প্যান্জারগ্রেনেডিয়ার-রেজিমেন্ট 113 Jul 1941)
      • সুট্জু-ব্যাটালিয়ন I (added Nov 1940)
      • সুট্জু-ব্যাটালিয়ন II (added Feb 1941)
    • Kradschützen-ব্যাটালিয়ন 1 – Motorcycle battalion
  • Artillerie-Regiment 73
    • আর্টিলারি-অ্যাবঠাইলোং I
    • আর্টিলারি-অ্যাবঠাইলোং II
    • আর্টিলারি-অ্যাবঠাইলোং III (added 1941)
  • Aufklärungs-অ্যাবঠাইলোং 4 – Reconnaissance ব্যাটালিয়ন
  • প্যান্জারjäger-অ্যাবঠাইলোং 37 – Tank hunter ব্যাটালিয়ন
  • Heeres-Flak-অ্যাবঠাইলোং 299 – Air defense ব্যাটালিয়ন (added 1943)
  • Pionier-ব্যাটালিয়ন 37 – Pioneer ব্যাটালিয়ন
  • Grenadier-Ersatz-অ্যাবঠাইলোং 1009 – রিপ্লেসমেন্ট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (added 1944 or 1945)
  • Nachrichten-অ্যাবঠাইলোং 37 – Signals ব্যাটালিয়ন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mitcham, p. 3–9
  2. Mitcham, p. 37
  3. Mitcham, p. 38
  4. Mitcham, p. 39
  5. Mitcham, p. 40
  6. Mitcham, p. 41
  7. Mitcham, p. 42
  8. Mitcham, p. 42–44
  9. "Organizational History of the German Armored Formation 1939-1945" (পিডিএফ)cgsc.eduUnited States Army Command and General Staff College। ৮ ডিসেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬ 

Sources[সম্পাদনা]

External links[সম্পাদনা]

টেমপ্লেট:German Armoured Divisions of World War II