খয়রাগাল শালিক
খয়রাগাল শালিক Estornino carirrojo | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Aves |
বর্গ: | Passeriformes |
পরিবার: | Sturnidae |
গণ: | Agropsar |
প্রজাতি: | A. philippensis |
দ্বিপদী নাম | |
Agropsar philippensis (Forster, 1781) | |
প্রতিশব্দ | |
Sturnia philippensis |
খয়রাগাল শালিক (Agropsar philippensis) স্টারনিডি পরিবারের একটি শালিক প্রজাতি। সাধারণত খয়রাগাল শালিক জাপান এবং স্যাখালিন ও কুরিলেস রাশিয়ান দ্বীপপুঞ্জগুলোতে বংশবৃদ্ধি করে;[২] তবে শীতকালে তাইওয়ান, ফিলিপাইন এবং উত্তর বোর্নিওতে বংশবৃদ্ধি করে থাকে।
পূর্বে এদেরকে স্টারনাস (Sturnus) গণের অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু পরবর্তীতে ২০০৮ সালে প্রকাশিত দুটি আণবিক ফাইলোজেনেটিক গবেষণার ফলাফলের ভিত্তিতে বর্তমানে খয়রাগাল শালিককে অ্যাগ্রোপসার গণে অন্তর্ভুক্ত করা হয়।[৩][৪][৫]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]বাংলাদেশের জন্য এটি একটি নতুন প্রজাতির পাখি এবং নতুন প্রজাতির শালিক। ইংরেজি নাম Chestnut-cheeked Starling এর সঙ্গে সাদৃশ্য রেখে পাখিটির খয়রাগাল শালিক নামকরণ করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে দুইবার শালিকের এ প্রজাতিটিকে দেখা গিয়েছে। ভারতে আসামে ২৮ মার্চ ২০০৬ সালে একটি পুরুষ খয়রাগাল শালিক দেখা গিয়েছিল। খয়রাগাল শালিক প্রজননকালীন সময় কাটায় জাপানের কয়েকটি দ্বীপে এবং ফিলিপাইনে বাকী সময় বসবাস করে। এরা মূলত একপ্রকার পরিযায়ী পাখি। ফিলিপাইনস দ্বীপমালা প্রধানত এদের শীতকালীন আবাসস্থল। তবে তাইওয়ান, মালয়েশিয়া, হংকং এবং দক্ষিণ কোরিয়াতেও এ পাখি দেখা গিয়েছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এরা প্রজননভূমি জাপান ছেড়ে যায় এবং এপ্রিল-মে মাসে আবার সেখানে ফিরে আসে।
সাধারণত এই শালিক বন, গ্রামের জঙ্গলে, শহরের কাছে ঘন গাছে বিচরণ করে। গাছের ফোকরে বাসা বানায়। তবে জাপানে কাঠের বক্সেও বাসা বানাতে দেখা গেছে। এপ্রিল-মে মাসে বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। প্রজনন মৌসুমের পর জোড়া বিচ্ছিন্ন হয়ে যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (2016)। "Agropsar philippensis"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2018.1। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ 9 de septiembre de 2018। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ http://boomerangclub.ru/up/images/informaciya/priroda-sakhalina-i-kuril/multemediinie-diski/red%20book/an/red_info/02_114.htm
- ↑ Zuccon, D.; Pasquet, E.; Ericson, P.G.P. (২০০৮)। "Phylogenetic relationships among Palearctic-Oriental starlings and mynas (genera Sturnus and Acridotheres: Sturnidae)"। Zoologica Scripta। 37: 469–481। ডিওআই:10.1111/j.1463-6409.2008.00339.x।
- ↑ Lovette, I.J.; McCleery, B.V.; Talaba, A.L.; Rubenstein, D.R. (২০০৮)। "A complete species-level molecular phylogeny for the 'Eurasian' starlings (Sturnidae:Sturnus, Acridotheres, and allies): Recent diversification in a highly social and dispersive avian group"। Molecular Phylogenetics and Evolution। 47 (1): 251–260। ডিওআই:10.1016/j.ympev.2008.01.020।
- ↑ Gill, Frank; Donsker, David, সম্পাদকগণ (২০১৮)। "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers"। World Bird List Version 8.1। International Ornithologists' Union। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।