বিষয়বস্তুতে চলুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন
সংক্ষেপেএসএমইএফ
নীতিবাক্য"এসএমই খাতের উন্নতি, শিল্পায়নের চালিকাশক্তি"
গঠিত২০০৭
ধরনসরকারি
আইনি অবস্থাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত সংস্থা।
উদ্দেশ্যক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলো প্রচার করা
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • ই-৫ সি/১, আগরগাঁও প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
প্রধান প্রতিষ্ঠান
শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
ওয়েবসাইটsmef.gov.bd

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এসএমই নীতি ২০১৯, শিল্প নীতি ২০১৬, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভিশন ২০২১, এসডিজি ২০৩০ এবং ভিশন ২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে এসএমইএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সহায়তা পরিষেবা এবং বাজার সংযোগ সহায়তা, এসএমইগুলির জন্য প্রাতিষ্ঠানিক অর্থের প্রবেশ্যতা উন্নত করা, এসএমই ক্লাস্টারগুলোর জন্য উন্নয়ন ডিজাইন এবং বাস্তবায়ন, প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করে এসএমইগুলির সমস্যা এবং সম্ভাবনাগুলি শনাক্ত করে বহুমুখী ক্রিয়াকলাপ বাস্তবায়ন করছে। এছাড়াও এটি এসএমই এর পক্ষে নিয়ন্ত্রক এবং আইনি কাঠামো শক্তিশালী করা, আপ-গ্রেডেশন এবং উপযুক্ত প্রযুক্তি গ্রহণের প্রচার করা, আইসিটি-ভিত্তিক সরঞ্জামগুলি ব্যবহার করে এসএমই ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধি করা, এসএমইগুলির জন্য পর্যাপ্ত মানবসম্পদ বিকাশের জন্য ক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সরবরাহ করা এবং মহিলা উদ্যোক্তাদের সহায়তা করার কাজ করছে। এসএমইএফের অন্যতম প্রধান লক্ষ্য হল ক্লাস্টার-ভিত্তিক এসএমই উন্নয়ন। অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০৭ সালে ২ বিলিয়ন টাকার প্রাথমিক তহবিল নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এসএমই খাতের উন্নয়নের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি করার লক্ষ্যে ২০০৫ সালে প্রথম এসএমই নীতি প্রণয়ন করা হয়েছিল। এই নীতি অনুসরণ করে বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সকল এমএসএমই উন্নয়নের নামে সকল পরিকল্পনা, উন্নয়নমূলক, অর্থায়ন, সচেতনতা বৃদ্ধি, মূল্যায়ন ও এডভোকেসি সেবা প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) প্রতিষ্ঠা করে। এসএমই নীতির যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে একটি নির্দিষ্ট এবং সময়-আবদ্ধ এসএমই উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করার জন্য জাতীয় শিল্প নীতি ২০১৬-তে প্রতিশ্রুতি রয়েছে। এই পরিস্থিতিতে, সরকার যথাযথ কর্মপরিকল্পনা সহ এসএমই নীতি ২১০৯ অনুমোদন করেছে। কৌশল এবং কর্ম পরিকল্পনার সামগ্রিক বাস্তবায়নের দায়িত্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) উপর ন্যস্ত করা হয়। এখন দেশের এমএসএমই খাতের সামগ্রিক উন্নয়নের জন্য এসএমইএফ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার-২০১৮, এসএমই নীতি-২০১৯, শিল্প নীতি-২০১৬, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভিশন-২০২১, এসডিজি-৩০ এবং ভিশন-২০৪১ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Small enterprises make big contribution"theindependentbd.com। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০