ক্ষুদিরাম বসু পুসা রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্ষুদিরাম বসু পুসা রেলওয়ে স্টেশন
ভারতীয় রেলওয়ে স্টেশন
স্থানাঙ্ক২৫°৫৪′২৩″ উত্তর ৮৫°৪০′২০″ পূর্ব / ২৫.৯০৬৫° উত্তর ৮৫.৬৭২১° পূর্ব / 25.9065; 85.6721
প্ল্যাটফর্ম
অবস্থান
মানচিত্র

ক্ষুদিরাম বসু পুসা স্টেশন হলো ভারতের অঙ্গরাজ্য বিহারের সমস্তিপুর জেলার দুই প্লাটফর্ম বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন। এখান থেকে পাটনা বিমানবন্দর ৭২ কিলোমিটার (৪৫ মা) এবং সমস্তিপুর জংশন থেকে ১৩ কিমি (৮.১ মা) দূরত্বে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫২ মিটার (১৭১ ফু) এবং এটি পূর্ব মধ্য রেলের, সোনপুর রেলওয়ে বিভাগের অন্তর্গত।[১]

ইতিহাস[সম্পাদনা]

পূর্বে স্টেশনটির নাম ছিল ওয়াইনি রেলওয়ে স্টেশন। পরে পুসায় ডঃ রাজেন্দ্র প্রসাদ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর নামকরণ করা হয় পুসা রোড ওয়াইনি। কয়েক বছর পর ওয়াইনির নাম সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন শুধু পুসা রোড নামে পরিচিত ছিল। ক্ষুদিরাম বসু কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার পর খালি পায়ে হেঁটে ২৫ কিমি (১৬ মাইল) দূরত্ব অতিক্রম করার পর তিনি স্টেশনে পৌঁছান। বোমাটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে এবং গাড়িটি বিস্ফোরিত হয়। যাইহোক, গাড়িটিতে কিংসফোর্ড নয় বরং ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির স্ত্রী এবং কন্যা যাত্রা করছিলেন।[২] এখানেই দুই সশস্ত্র কনস্টেবলের হাতে ধরা পড়েছিলেন পরে এই অপরাধের কারণে তার ফাঁসির আদেশ দেওয়া হয়।[৩] ১৯৯০-এর দশকের পর এই ঘটনা স্মরণে ও সর্বকনিষ্ঠ বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানার্থে স্টেশনটির নামকরণ ক্ষুদিরাম বসু পুসা করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Nawaaz। "Khudiram Bose Pusa Railway Station Map/Atlas ECR/East Central Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১ 
  2. "Khudiram: An 18-year-old martyr who smiled at death"Deccan Herald (ইং ভাষায়)। ২০১৯-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১ 
  3. "Khudiram Bose Birth Anniversary: Remembering Bengal's Young Freedom Fighter"www.news18.com (ইং ভাষায়)। ২০২০-১২-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]