অনুকৃতি উৎপাদন (জীববিজ্ঞান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ক্লোন থেকে পুনর্নির্দেশিত)
জীবানুকৃতি সৃষ্টির পদ্ধতি

জীববিজ্ঞানের আলোচনায় অনুকৃতি উৎপাদন (ইংরেজি: Cloning) বলতে কোনও মাতৃজীব বা মাতৃকোষ থেকে অযৌন জননের মাধ্যমে বংশাণুগতভাবে প্রায় অবিকল এক বা একাধিক অপত্য জীব বা কোষ উৎপাদন করার প্রক্রিয়াটিকে বোঝানো হয়।[১] অনুকৃতি উৎপাদন প্রক্রিয়ার ফলে যে জীব বা কোষ উৎপাদিত হয়, তাকে অনুকৃতি (Clone) বলে।[২] অপত্য অনুকৃতিটি একটি জীব হলে তাকে জীবানুকৃতি বা কোষ হলে তাকে কোষীয় অনুকৃতি বলে।

আণবিক জীববিজ্ঞানীরা দৈনন্দিন আরেক ধরনের অনুকৃতি সৃষ্টি করে থাকেন যা হল ডিএনএ অনুকৃতি (DNA clone)।

১৯৯২ সালে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউট গবেষণা প্রতিষ্ঠানের গবেষক আয়ান উইলমুট তাঁর ২৭৩তম চেষ্টায় একটি ভেড়ার স্তনবৃন্ত থেকে সংগৃহীত একটি দেহকোষের কোষকেন্দ্রকে অন্য আরেক ধরনের ভেড়ার কোষকেন্দ্র-বিযুক্ত ডিম্বাণুতে প্রতিস্থাপিত করেন ও তা হতে প্রথম ধরনের সম্পূ্র্ণ ভেড়া ডলিকে তৈরি করে জীবানুকৃতির সফল সূচনা করেন। এর মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে বিরাট বিপ্লবের সূচনা হবে বলে অনেকে আশা করেন। তবে মানবানুকৃতি সৃষ্টি অধিকাংশ দেশে নিষিদ্ধ করা হয়েছে।

কোষীয় অনুকৃতি সৃষ্টি[সম্পাদনা]

অকোষীয় প্রাণীর অনুকৃতি সৃষ্টি[সম্পাদনা]

অনুকৃতি-সৃষ্টি চক্র ব্যবহার করে অনুকৃতি-সৃষ্টি কোষ-রেখার উপনিবেশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cloning"medlineplus.gov। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 
  2. "Cloning"education.nationalgeographic.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]