ক্রিস্টোফার লী
স্যার ক্রিষ্টোফার লী | |
---|---|
জন্ম | ক্রিষ্টোফার ফ্রান্ক ক্যারানদিনি লী ২৭ মে ১৯২২ |
মৃত্যু | ৭ জুন ২০১৫ | (বয়স ৯৩)
মৃত্যুর কারণ | হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে |
জাতীয়তা | ইংরেজ |
পেশা | অভিনেতা, গায়ক, লেখক |
কর্মজীবন | ১৯৪৬–২০১৫ |
দাম্পত্য সঙ্গী | র্বাজেট ক্রন্ক (বি. ১৯৬১; তার মৃত্যু ২০১৫) |
সন্তান | ১ |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | ব্রিটিশ যুক্ত রাজ্য ফিনল্যান্ড (১৯৩৯) |
সেবা/ | ফিনিশ আর্মি (১৯৩৯) ব্রিটিশ হোম গার্ড (১৯৪০) রয়েল এয়ার ফোর্স (১৯৪১–৪৬) |
কার্যকাল | ১৯৩৯–১৯৪৬ |
পদমর্যাদা | ফ্লাইট ল্যাফটেনেন্ট |
যুদ্ধ/সংগ্রাম |
|
স্যার ক্রিষ্টোফার ফ্রান্ক ক্যারানদিনি লী (২৭ মে ১৯৯২ - ৭ জুন ২০১৫) ছিলেন যথাক্রমে একজন ইংরেজ অভিনেতা, গায়ক, লেখক এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী।
পেশা
[সম্পাদনা]প্রায় ৭০ বছরের জীবদ্দশায়, লী মূলত চিত্রায়িত করেছেন খলনায়ক চরিত্র এবং মারাত্মক ভয়ংকর ছবিতে কাউন্ট ড্রাকুলা নামক চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
শ্রেষ্ট চরিত্র
[সম্পাদনা]তার অন্যান্য অভিনয় চরিত্রের মধ্যে জ্যাম্স বন্ড ফিল্মের দ্যা ম্যান উইথ দ্যা গোল্ডেন গান-এ ফ্রান্সিসকো স্ক্রাম্যাঙ্গা (১৯৭৪), দ্যা লর্ড অব দ্যা কিংস ফিল্ম সিরিজের সারুম্যান (২০০১-২০০৩) এবং দ্যা হবিট ফিল্ম সিরিজ (২০১২ ও ২০১৪) এবং ষ্টার ওয়ার্সের প্রাচীন সিরিজ (২০০২ ও ২০০৫) এ অভিনীত কাউন্ট ডুকু।
অভিনয়ে স্বীকৃতি
[সম্পাদনা]লী তার অভিনয় জগতে পেশাদারীত্বের স্বীকৃতি স্বরুপ ২০০৯ সালে নাইট উপাধি লাভ করেন। এছাড়াও তিনি ২০১১ সালে বিএফটিএ (BAFTA) ফ্যালোশিপ[১] ও ২০১৩ সালে বিএফআই (BFI) ফ্যালোশিপ অর্জন করেন।
শ্রেষ্ঠ শিল্পকর্ম
[সম্পাদনা]বলা হয়ে থাকে লী তার শ্রেষ্ঠ অভিনয় কৃতিত্ব দেখিয়েছেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর জীবন ভিত্তিক চলচ্চিত্র বায়োপিক জিন্নাহ (চলচ্চিত্র)তে (১৯৯৮) এবং ব্রিটিশ ভয়ংকর (হরর) ফিল্ম দ্যা উইকার ম্যান (১৯৭৩)[২] তার অভিনীত শ্রেষ্ঠ চলচ্চিত্র।
সঙ্গীতে অবদান
[সম্পাদনা]যদিও ভরাট গলায় গুরুগম্ভীর কন্ঠস্বরের জন্য তাকে সবসময় একজন অভিনেতা হিসাবেই চিহ্নিত করা হয় তথাপি লীর ছিল গানগাওয়ার দক্ষতাও। ১৯৮৬ থেকে ১৯৯৮ এর মধ্যবর্তী কালে তার অনেকগুলি অপেরা বা যাত্রাপালা ও গারে রেকর্ড প্রকাশ পায়। ২০০৫ সাল হতে বহু মেটাল ব্যান্ড দলের সঙ্গে কাজ করার পর ২০১০ সালে দ্যা সোর্ড এন্ড দ্যা ক্রসের দ্বারা প্রকাশ পায় তার সিম্ফোনিক ম্যাটাল এ্যালবাম র্কালিম্যাগনী। তার হ্যাভি ম্যাটাল এ্যালবাম দ্যা ওম্যান্স অব ড্যাথ[৩][৪] প্রকাশিত হয় ২০১৩ সালের ২৭ মে।
সঙ্গীতে স্বীকৃতি
[সম্পাদনা]২০১২ সালে ম্যাটাল হ্যামার গোল্ডেন গড সিরোমনিতে তিনি দ্যা স্প্রীট অব মেটাল এ্যাওয়ার্ডে ভূসিত হন।
মৃত্যু
[সম্পাদনা]রেসপারেটরী সমস্যায় আক্রান্ত হয়ে লী ৭ জুন ২০১৫ তারিখ সকাল বেলা চ্যালসা হসপিটালে ৯৩ বছর বয়সে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ *"Hammer Horror star Lee knighted". BBC. Retrieved 7 May 2012
- "Christopher Lee to receive Bafta Fellowship". BBC. Retrieved 7 May 2012
- "Depp surprises Sir Christopher Lee with film award". BBC. Retrieved 14 December 2013
- ↑ "The Total Film Interview – Christopher Lee"। Total Film। ১ মে ২০০৫। ২০০৭-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩।
- ↑ "Sir Christopher Lee releases second heavy metal album"। BBC News।
- ↑ Farrell, John (২৮ মে ২০১২)। "Christopher Lee Celebrates 90th Birthday By Recording Heavy Metal"। Forbes। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১২।
- ১৯২২-এ জন্ম
- ২০১৫-এ মৃত্যু
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ অভিনেতা
- ইংরেজ রক সঙ্গীতশিল্পী
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ব্রিটিশ নাইটহুড প্রাপ্ত অভিনেতা
- বাফটা ফেলো
- মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ প্রবাসী
- ব্রিটিশ হোম গার্ডের সৈনিক
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- রক্ষণশীল দল (যুক্তরাজ্য) এর ব্যক্তি
- ইংরেজ গায়ক
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ কণ্ঠাভিনেতা
- ইতালীয় বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- নাইটস ব্যাচেলর
- লন্ডনের অভিনেতা
- রাজকীয় বিমান বাহিনী কর্মকর্তা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজকীয় বিমান বাহিনীর কর্মকর্তা
- সামার ফিল্ডস স্কুলে শিক্ষিত ব্যক্তি
- ওয়েলিংটন কলেজ, বার্কশায়ারে শিক্ষিত ব্যক্তি
- সিটি অব ওয়েস্টমিনস্টারের সামরিক ব্যক্তি