বিষয়বস্তুতে চলুন

ক্রান্তিকারি মনুবাদী মোর্চা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রান্তিকারি মনুবাদী মোর্চা (কেএমএম) হল ভারতের একটি হিন্দু অতি-রক্ষণশীল রাজনৈতিক সংগঠন যা ২০০০ সালে গঠিত হয়।[]

২০০২ সালে উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভা নির্বাচনে কেএমএম অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মপ্রচারক গ্রাহাম স্টেইনস হত্যার অভিযুক্ত দারা সিংকে মুজাফফরনগর এবং গাজিয়াবাদ নির্বাচনী এলাকা থেকে মনোনীত করেছিল। কেএমএমও প্রকাশ্যে সিং-এর পদক্ষেপকে রক্ষা করেছে। মনোনয়ন খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রতিবাদের জন্ম দেয় এবং অল ইন্ডিয়া খ্রিস্টান কাউন্সিল দাবি করে যে কেএমএম নিষিদ্ধ করা উচিত। পরে মনোনয়ন প্রত্যাহার করা হয়।

২০১২ সালে উৎকল খ্রিস্টান কাউন্সিল এবং অ্যাপোস্টলিক চার্চেস অ্যালায়েন্সের সাথে ক্রান্তিকারি মনুবাদী মোর্চা ২০০৯ সালের দিল্লি হাইকোর্টের সমকামী কাজকে অপরাধমূলক করার আদেশকে চ্যালেঞ্জ করার জন্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Manjari Mishra, "Manuwadi Party trains its guns on BJP, Congress", The Times of India, 4 August 2001
  2. "Gay sex horrendous: Religious groups tell Supreme Court"The Times of India (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৯, ২০১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 

আরো দেখুন

[সম্পাদনা]