ক্যালকাটা গ্যাজেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যালকাটা গ্যাজেট
মালিকফ্রান্সিস গ্ল্যাডউইন
প্রতিষ্ঠাকাল১৭৪৮
ভাষাইংরেজি
প্রকাশনা স্থগিত১৮১৮
সদর দপ্তরক্যালকাটা, ব্রিটিশ ভারত
ওয়েবসাইটhttps://calcuttagazette.com

ক্যালকাটা গ্যাজেট বা কলকাতা গ্যাজেট ছিল বাংলার একটি ইংরেজি সংবাদপত্র, যা ১৭৮৪ সালে ঔপনিবেশিক অফিসার ফ্রান্সিস গ্ল্যাডউইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রথম সংবাদপত্রগুলির মধ্যে একটি ছিল।[১][২][৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

ক্যালকাটা গ্যাজেট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা এবং প্রাচ্যবিদ ফ্রান্সিস গ্ল্যাডউইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটির প্রথম সংখ্যা ৪ মার্চ ১৭৮৪ সালে প্রকাশিত হয়েছিল। সংবাদপত্র জনসাধারণের তথ্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। গেজেট প্রাথমিকভাবে বিজ্ঞাপনের জন্য সরকারকে চার্জ করেছিল কিন্তু সরকার গেজেটটি বিনামূল্যে ডাক প্রচলন এবং বিনামূল্যে ডাক সরবরাহ করার পরে বন্ধ করে দেয়। সরকার ১৭৮৭ সালে এটি প্রত্যাহার করে। ১৭৮৭ সালের জানুয়ারিতে ফ্রান্সিস গ্ল্যাডউইন আর্থার মুইর, হার্বার্ট এইচ. হ্যারিংটন এবং এডমন্ড মরিসকে কোম্পানির নিয়ন্ত্রণ দেন। তিনজনই সংবাদপত্রের সঙ্গে জড়িত সাধারণ নাগরিক ছিলেন। ১৮১৫ সালের জুন মাসে বেঙ্গল মিলিটারি অরফান সোসাইটি দ্বারা সরকারী গেজেট তৈরি করা হয়। সমস্ত সরকারি বিজ্ঞাপন কলকাতা গেজেট থেকে সরকারি গেজেটে সরানো হয়েছিল। বেসরকারী বিজ্ঞাপনদাতারাও সংবাদপত্র ত্যাগ করে এবং বিজ্ঞাপনের আয় হ্রাস পায়। অতঃপর সংবাদপত্রের কর্মচারীরা ধর্মঘটে যান। ১৮১৮ সালের জুন মাসে ক্যালকাটা গেজেট কলকাতা মর্নিং পোস্ট, হিটলির মালিকের কাছে বিক্রি হয়। ২৯ সেপ্টেম্বর ১৮১৮ তারিখে জেমস সিল্ক বাকিংহাম কর্তৃক কলকাতা জার্নাল নামে একটি নতুন সংবাদপত্রের পক্ষে কলকাতা গেজেটের প্রকাশনা বন্ধ করে দেয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Das Gupta, Anil Chandra.; Sandeman, Hugh David. (n.d.)। The Calcutta gazette: or, Oriental advertiser. Selections from Calcutta gazettes of the years 1784[-1832] showing the political and social condition of the English in India.। O. T. Cutter। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  2. Chatterjee, Arup K। "With the restoration of a Danish tavern in Serampore, a forgotten chapter of history comes to light"Scroll.in 
  3. Chakravarty, Ipsita। "The legend of Tong Atchew, the 'first ancestor of the Chinese in India'"Scroll.in। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  4. "How the India Pale Ale Got Its Name"Smithsonian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  5. অভিজিৎ দত্ত (২০১২)। "ক্যালকাটা গেজেট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743