কোহ সে-কাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোহ আগস্ট ২০১৫ সালে

কোহ সে-কাই (চীনা: 許世楷; ফিনিন: Xǔ Shìkǎi; ওয়েড-জাইলস: Hsu3 Shih4-kai3; Pe̍h-ōe-jī: Khó͘ Sè-khái; জন্ম ১৯৩৪ সালে চাংহুয়া কাউন্টিতে) একজন তাইওয়ানি ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ। তিনি তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। ২০০৪ সালে, কোহ জাপানে চীন প্রজাতন্ত্রের শীর্ষ প্রতিনিধি নিযুক্ত হন। [১] জুন ২০০৮-এর মধ্যে, কোহ অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Envoy to Tokyo defends policy toward Japan"Taipei Times। ২৪ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১১