বিষয়বস্তুতে চলুন

কোনসটভ্যাগেন জু অ্যালভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোনসটভ্যাগেন জু অ্যালভার
আগস্ট, ২০১২ সালে ধারণকৃত মিরেজ-এর চিত্র।
অবস্থানহমসুন্ড থেকে উমিয়াডরোথিয়া

কোনসটভ্যাগেন জু অ্যালভার (সুইডীয়: Konstvägen sju älvar; বাংলা উচ্চারণ: মধ্যখানের জু শব্দটির উচ্চারণে একত্রে উচ্চারিত হবে) উত্তর সুইডেনের ভ্যাস্টারবটে্নে অবস্থিত একটি পর্যটক আকর্ষণ ও শৈল্পিক সড়কের পথ। সমুদ্রের উপকূল ঘেঁষে প্রায় ৩৫ মাইল দীর্ঘ পথ অতিক্রম করেছে এই শিল্পকর্মটি।[]

বর্ণনা

[সম্পাদনা]

হমসুন্ডের উমিয়া উপকূল থেকে সাতটি নদীর এ শিল্পকর্মটি বোথনিয়া উপকূলের ভ্যাস্টারবটেন থেকে বোর্গাফজাল পর্যন্ত যায়। এটি উমিয়াডরোটিয়ার মধ্যদিয়ে যায়। এই শিল্পর রুট ই১২, হাইওয়ে ৯২ ও কান্ট্রি রোড ১০৫২ কে অনুসরণ করে। ১৯৯৭ সাল থেকে এই সড়কের পাশে মোট ১৩টি শিল্পকর্মকে রাখা হয়েছে। এই শৈল্পিক রাস্তা প্রায় ৩৫ মাইল লম্বা এবং ভিন্ডেলালভেন, উমে, ওরিয়ালভেন, লজডিয়ালভেন, গিডিয়ালভেন, অ্যাঙ্গারমানালভেনস্যাক্সালভেন নদীকে অতিক্রম করেছে। বেসরকারি সংস্থা কোনস্টভাগেন সেভেন রিভারস পাঁচটি পৌরসভার সহায়তায় এই প্রকল্প সম্পাদন করেন।

তবে সাধারণত একটি শিল্পকলা খারাপ আবহাওয়ার কারণে নামিয়ে রাখা হয়।[]

ভাস্কর্য

[সম্পাদনা]
২০১১ সালের আগস্টে ধারণকৃত বাগবোলেতে অবস্থিত "৮১১" শিল্পকর্মর ছবি।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Konstvägen sju älvar"। Föreningen Konstvägen sju älvar। সংগ্রহের তারিখ 11 mars 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য) উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Konstvagen" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

গ্রন্থবিবরণী

[সম্পাদনা]
  • The Journal Vasterbotten 99-1 . The article "Moving History"

বহিঃসংযোগ

[সম্পাদনা]