কোকেয়ারা
কোকেয়ারা Dark Judy | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Riodinidae |
গণ: | Abisara |
প্রজাতি: | A. fylla |
দ্বিপদী নাম | |
Abisara fylla (Westwood, 1851) |
কোকেয়ারা[১] (বৈজ্ঞানিক নাম: Abisara fylla (Westwood)) যার মূল শরীর গাঢ় খয়েরি বর্ণের এবং ডানা দুটিতে হালকা হলুদ রঙের পটি দেখা যায়। এরা মাঝারি আকৃতির প্রজাপতি। এরা রিওডিনিডি পরিবার এবং রিওডিনিনি উপগোত্রের সদস্য। এদের সামনের ডানার সামনের দিকের মাঝামাঝি অর্থাৎ ৪ নম্বর ভেন থেকে ভূমিকোন অবধি আড়াআড়ি ভাবে একটা হলুদ পটি দেখা যায়। ডানার শীর্ষে এবং শীর্ষ থেকে একটু ভিতর দিকে দু’একটা ছোট ছোট বিন্দু দেখা যায়। পিছনের ডানার শীর্ষে দুটো মাঝারি মাপের কালো তিলক দেখা যায়। এই তিলক দুটির নীচ থেকে ভূমিকোণ পর্যন্ত অনেকগুলি ছোট ছোট বিন্দু দেখা যায়। এই তিলক এবং বিন্দুগুলিকে ঘিরে সাদা দাগ দেখা যায়।[২]ভারতএ এই প্রজাতির অধীনে কোন উপ-প্রজাতি তালিকাভুক্ত নেই।[৩]
আকার
[সম্পাদনা]কোকেয়ারার প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৬০মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৪]
বিস্তার
[সম্পাদনা]এরা ঘন অরণ্য পছন্দ করে। হিমালয় এর ৬৬০০ ফুট উচ্চতা পর্যন্ত কোকেয়ারাদের বিস্তার[৫]। নেপাল[৬] , মায়ানমার এবং পশ্চিম চীন এর কিছু অংশেও এদের দেখতে পাওয়া যায়।
বর্ণনা
[সম্পাদনা]প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
প্রথম দর্শনে সহজেই এই প্রজাতিকে ব্যান্ডেড ট্রি ব্রাউন এবং মিক্সড পাঞ্চ এর স্ত্রী প্রকারের সাথে ভ্রম হওয়া স্বাভাবিক। ডানার উপরিতল পুরুষ প্রকারে কালচে বাদামী এবং স্ত্রী প্রকারে ফ্যাকাসে বাদামী বর্নের। সামনের ডানায় কোস্টার প্রায় মধ্যভাগ থেকে টর্নাস এর খানিক উপর পর্যন্ত বিস্তৃত একটি চওড়া ডিসকাল বন্ধনী বর্তমান যা পুরুষ প্রকারে ইষদ হলুদ (creamy yellow) এবং স্ত্রী প্রকারে সাদা। উক্ত বন্ধনীটি নীচের দিকে অপেক্ষাকৃত সরু। সাবটার্মিনাল একটি সরু রেখা অথবা দাগ কোস্টাল শিরার নীচ থেকে টর্নাসের উপর পর্যন্ত বিস্তৃত। টার্মেন পর্যায় ক্রমে সাদা এবং কালচে। পিছনের ডানায় উভয় তোলে, বিভিন্ন আকৃতির ছোট ও বড় কালো সাব-টার্মিনাল ছোপের সারি দেখা যায় এবং ছোপগুলির বহিঃপ্রান্তে সাদা ছোট দাগ অথবা বিন্দু বিদ্যমান। পিছনের ডানা ৪ নং শিরা প্রান্তে সামান্য অগ্রবর্তী (slighly produced)।[৭]
ডানার নিম্নতল স্ত্রী পুরুষ প্রকারে উপরিতলের অনুরূপ।[৭]
আচরণ
[সম্পাদনা]অন্যান্য 'জুডি' প্রজাতির ন্যায় কোকেয়ারা ছায়াছন্ন জায়গায় থাকতে পছন্দ করে, পড়ন্ত বিকেল এবং সন্ধ্যার সময় এদের অধিকতর সক্রিয় দেখা যায় এবং এরা কখনো সম্পূর্নরূপে ডানা বন্ধ অবস্থানে বসতে পারে না, পিঠের উপর ডানা সামান্য ফাঁক রেখে অবস্থান করে কারণ এদের ডানার তল সামান্য বাঁকানো (curved)। এরা খুব দ্রুত গতিতে উড়তে পারে তবে এরা ভীষণভাবে স্থানীক (territorial) বিশেষত পুরুষরা।[৮] এরা ওড়ার সময় ছোট ছোট ঝাঁকি দিয়ে উড়তে থাকে এবং কখনই একনাগাড়ে একটানা উড়ান দেয় না। এরা পাহাড়ের পাদদেশের বন এবং ছায়া অঞ্চল পছন্দ করে। সাধারণত কোকেয়ারাকে পাখীদের বিষ্ঠা অথবা পচা পাকা ফল খেতে দেখা যায় এবং যখন এরা বসে তখন ডানা দুটি সবসময় অর্ধেক খুলে বসে থাকে।[৯] পার্বত্য অঞ্চলে ৫৫০-২০০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের বিচরণ লক্ষ্য করা যায়। নিচু উপত্যকা অঞ্চলে এদের সারা বছরই সক্রিয় থাকতে দেখা যায়। পুরুষ প্রকারদের প্রায়শই জঙ্গলের সরু পথে এবং উন্মুক্ত অঞ্চলে টহল (patroling) দিয়ে বেড়াতে দেখা যায়।[১০]
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 115।
- ↑ Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃষ্ঠা 115। আইএসবিএন 81-7756-558-3।
- ↑ "Abisara fylla (Westwood, [1851]) - Dark Judy"। Butterflies of India। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২।
- ↑ Pratap Singh, Arun (২০১১)। Butterflies of India (1st সংস্করণ)। Utter Pradesh: Om Books International। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-93-80069-60-9।
- ↑ Kumar, C.; Rose, H.S.। "Status of genus Abisara Felder and Felder (Lepidoptera : Riodinidae) in the Indian Himalayas with taxonomic notes on the species A. fylla(Westwood)"। Biological forum-An International Journal(2010)। পৃষ্ঠা 12-13। আইএসএসএন 0975-1130। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ Bhusal, D.R.; Khanal, B.। "Seasonal and Altitudinal Diversity of Butterflies in Eastern Siwalik of Nepal"। Journal of Natural History Museum(2008)। পৃষ্ঠা 82-87।
- ↑ ক খ Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 244। আইএসবিএন 978-8170192329।
- ↑ Peter, Smetacek (২০১৮)। A Naturalist's Guide to the Butterflies of India Pakistan, Nepal, Bhutan, Bangladesh and Sri Lanka (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। New Delhi: Prakash Books India Pvt. Ltd.। পৃষ্ঠা 62। আইএসবিএন 978 81 7599 406 5।
- ↑ Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 166।
- ↑ Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 277। আইএসবিএন 978 019569620 2।