বিষয়বস্তুতে চলুন

কে. ভি. আব্দুল খাদের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কে. ভি. আব্দুল খাদের

কেভি আব্দুল খাদের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম(এম)) ত্রিশুরের একজন রাজনীতিবিদ এবং গুরুভায়ুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী কেরল বিধানসভার সদস্য। []

তিনি কেভি আবু এবং পথুর পুত্র এবং ৬ জুন ১৯৬৪ সালে ব্লাংগাদে জন্মগ্রহণ করেন। তিনি একজন আলোকচিত্রশিল্পী এবং রাজনৈতিক কর্মী।

যৌবনে তিনি বামফ্রন্টের সক্রিয় সদস্য ছিলেন। তিনি ছিলেন ত্রিশুর এবং ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য, সিপিআই(এম) এর এলাকা সম্পাদক। তিনি এক দশক ধরে দেশাভিমানির সাংবাদিক ছিলেন এবং কেরল রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, কেরালা বিধানসভার অনাবাসী কেরালাইটদের কল্যাণের জন্য কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন।

তিনি এখন সিপিআইএম কেরল রাজ্য নিয়ন্ত্রণ কমিশনের সদস্য এবং একজন জেলা সচিবালয়ের সদস্য এবং ত্রিশুর ও কেরালা প্রবাসী সংঘম রাজ্যের সাধারণ সম্পাদক।

তিনি ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালে কেরালা বিধানসভায় নির্বাচিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "K V ABDUL KHADER"Myneta Info। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯