ক্যারি প্যাকার
ক্যারি প্যাকার | |
---|---|
জন্ম | ক্যারি ফ্রান্সিস বুলমোর প্যাকার ১৭ ডিসেম্বর ১৯৩৭ |
মৃত্যু | ২৬ ডিসেম্বর ২০০৫ | (বয়স ৬৮)
জাতীয়তা | অস্ট্রেলীয় |
পরিচিতির কারণ | মিডিয়া ইন্টারেস্ট, বিশ্ব সিরিজ ক্রিকেট |
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১] |
দাম্পত্য সঙ্গী | রোজলি রেডম্যান প্যাকার (বিবাহ-পূর্ব উইডন) এও |
সন্তান | জেমস প্যাকার, গ্রেটেল প্যাকার |
পিতা-মাতা | স্যার ফ্রাঙ্ক প্যাকার |
আত্মীয় | ক্লাইড প্যাকার (ভাই) হার্বার্ট বুলমোর (দাদা) |
ক্যারি ফ্রান্সিস বুলমোর প্যাকার, এসি (ইংরেজি: Kerry Packer; জন্ম: ১৭ ডিসেম্বর, ১৯৩৭ - মৃত্যু: ২৬ ডিসেম্বর, ২০০৫) নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমের ধনকুবের ছিলেন। প্যাকারের পরিবার নাইন টেলিভিশন নেটওয়ার্ক ও অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান কনসোলিডেটেড প্রেসকে নিয়ন্ত্রণ করতো। পরবর্তীকালে এগুলো পাবলিসিং ও ব্রডকাস্টিং লিমিটেডের (পিবিএল) সাথে একীভূত হয়।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্যারি ফ্রান্সিস বুলমোর প্যাকার নাম নিয়ে ১৭ ডিসেম্বর, ১৯৩৭ তারিখে ক্যারি প্যাকার জন্মগ্রহণ করেন। তার বাবা স্যার ফ্রাঙ্ক প্যাকার অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের স্বত্তাধিকারী ছিলেন। তিনি অস্ট্রেলিয়ান কনসোলিডেটেড প্রেস ও নাইন নেটওয়ার্ক পরিচালনা করতেন। মা গ্রেটেল বুলমোর স্কটিশ রাগবি ইউনিয়নের খেলোয়াড় হার্বার্ট বুলমোরের কন্যা ছিলেন। ক্লাইড প্যাকার নামে তার এক বড় ভাই ছিল। বিদ্যালয় জীবনে মুষ্টিযুদ্ধ, ক্রিকেট ও রাগবিসহ অনেক ধরনের খেলায় অংশ নিয়েছেন কেরি।[২]
কর্মজীবন
[সম্পাদনা]তার ব্যক্তিত্ব, সম্পদ, জুয়াখেলা, ব্যয়বহুল ব্যবসায়িক সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য পরিচিত হয়ে আছেন। অস্ট্রেলিয়ার বাইরে বিশ্ব সিরিজ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি সুপরিচিত। প্রায়শঃই অস্ট্রেলিয়ান টেক্সেশন অফিস ও কস্টিগান রয়্যাল কমিশনের সাথে ব্যক্তি সংঘাতে জড়িয়ে পড়তেন।
১৯৭৪ সালে তার বাবা মৃত্যুবরণ করলে প্রায় ১০০ মিলিয়ন ডলার সম্পত্তি প্যাকার পান। ১৯৭২ সালে তার বাবা ও বড় ভাই মৃত্যুবরণ করেন।[২] মৃত্যুকালীন সময়ে প্যাকার অস্ট্রেলিয়ার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি ও সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক সাপ্তাহিক বিজনেস রিভিউ প্যাকারের সর্বমোট সম্পদ ৬.৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার নিরূপণ করে।[৩]
২৬ ডিসেম্বর, ২০০৫ তারিখে ৬৮ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের সিডনিতে ক্যারি প্যাকারের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Australia loses media mogul Kerry Packer"। Latin American Herald Tribune। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ James E.S. Highham, Scott Cohen (২০১০)। Giants of Tourism। CABI। পৃষ্ঠা 182। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩।
- ↑ Skeffington, Robert (২৪ মে ২০০৪)। "The richest list of all"। The Age। Melbourne, Australia। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১১।
আরও পড়ুন
[সম্পাদনা]- Barry, Paul (১৯৯৩)। The Rise and Rise of Kerry Packer। Sydney: Bantam/ABC Books। আইএসবিএন 1-86359-075-7।
- Westfield, Mark (২০০০)। The Gatekeepers। Sydney/London: Pluto Press/Comerford and Miller। আইএসবিএন 1-86403-102-6।
- Stone, Gerald (২০০০)। Compulsive Viewing: the inside story of Packer's Nine Network। Ringwood, Victoria: Viking। আইএসবিএন 0-670-88690-4।
- Stone, Gerald (২০০৭)। Who Killed Channel 9?। Sydney: Pan Macmillan। আইএসবিএন 978-1-4050-3815-7।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Publishing and Broadcasting Limited
- Australian Consolidated Press
- Kerry Packer media profile
- Shaw, John (২৭ ডিসেম্বর ২০০৫)। "Kerry Packer, 68, Australia's Media Magnate, Is Dead"। The New York Times। সংগ্রহের তারিখ ৭ মে ২০১০।
- 1970s interview on Packer's childhood
- Kerry Francis Bullmore Packer, tycoon and transformer of cricket, died on 26 December, aged 68, Obituary, The Economist, (5 Jan 2006) - Retrieved 13 Jan 2012.