কেরল কংগ্রেস (একীকরণ-বিরোধী গোষ্ঠী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেরল কংগ্রেস (একত্রীকরণ বিরোধী গোষ্ঠী) কেরলে স্করিয়া থমাসের নেতৃত্বে কেরল কংগ্রেসের একটি দল ছিল। কেরল কংগ্রেস (একত্রীকরণ বিরোধী দল) পূর্বে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর একটি অংশ ছিল।

ইতিহাস[সম্পাদনা]

এপ্রিল ২০১০ সালে পিজে জোসেফের নেতৃত্বে কেরল কংগ্রেস (এম) এবং কেরল কংগ্রেস (জে) একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পিসি থমাস একীভূতকরণের বিরোধিতা করেন। পিজে জোসেফ এবং পিসি থমাস উভয়েই একটি সাইকেলের দলীয় প্রতীক এবং কেরল কংগ্রেসের দলীয় নাম দাবি করেছেন। কেরল কংগ্রেসের নিবন্ধন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। মামলাটি পর্যালোচনাধীন রয়েছে।[১] পিসি থমাস দলটি কেরল কংগ্রেস (একীকরণ বিরোধী দল) নামে পরিচিত যার প্রতীক চেয়ার রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "KC-order" (পিডিএফ)। election commission। ২৫ মার্চ ২০১১। ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১১