কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার
অবয়ব
গঠিত | ১৯৫৯ |
---|---|
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | সাভার, ঢাকা |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
পরিচালক | ড. মোহাম্মদ আলী |
প্রধান অঙ্গ | মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার মূলত একটি গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকার সাভারে অবস্থিত।[১]
ইতিহাস ও গঠন
[সম্পাদনা]১৯৫৯ সালে সাভারের আরিচা মহাসড়ক সংলগ্ন ২৬১৩ একর জমির উপরে খামারটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সালে প্রথমবারের মত সিদ্ধি, শাহীওয়াল জাতের গবাদিপশু নিয়ে এই খামারটি কার্যক্রম শুরু করে।[২]
কার্যক্রম
[সম্পাদনা]বাংলাদেশে উন্নত জাতের ষাঁড় ও ষাঁড়ের বীজ শুধুমাত্র এই খামারেই উৎপাদিত হয় এবং সারা বাংলাদেশে তা বিতরণ করা হয়।[১]
শাখা সমূহ
[সম্পাদনা]- প্রশাসন শাখা
- বায়ার শাখা
- ডেইরি শাখা
- কৃষি শাখা
- ভেটেরিনারি শাখা
- ডেইরি অর্থনীতি শাখা
- এস্টেট শাখা
- প্রকৌশল শাখা
- কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন শাখা
সেবাসমূহ
[সম্পাদনা]- গবেষণার মাধ্যমে সংকর জাতের ষাঁড় ও বীজ উৎপাদন ও বিতরন।
- প্রজনন কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারণ।
- উন্নত জাতের ঘাস ও কাটিং বিতরন।
- গো খাদ্যের সংকট নিরসনে প্রযুক্তিগত ধ্যান ধারনার বিকাশ সাধন।
- পশুখাদ্যের গুণগতমান নির্ধারন, নির্ণয় ও জনসাধারণকে অবহিতকরণ।
- উন্নত জাতের গাভী উৎপাদন।
- প্রাণিসম্পদ উন্নয়নে একটি সেবামূলক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন।[১]