কৃষ্ণ দামাজি গজবে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কৃষ্ণ দামাজি গজবে ১৩তম মহারাষ্ট্র বিধানসভার সদস্য। তিনি আরমোরি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য[১] গজবে মানা বর্ণের। [২] গজবে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেন। অক্টোবর, ২০১৪ সালের নির্বাচনে তার বিজয়ে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দুই বারের বিধানসভার সদস্য আনন্দরাও গেদামকে পরাজিত করে একজন "জায়ান্ট-কিলার" হিসেবে প্রমাণিত হন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Results of Maharashtra Assembly polls 2014"India Today। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪ 
  2. Bose, Soumittra S (২০১৪-১০-২০)। "Voters give thumbs up to NOTA in Gadchiroli"Times of India। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ 
  3. Bose, Soumittra S (২০১৪-১০-৩০)। "I'm a common man, so know their problems: Gajbe"Times of India। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫