কূপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরব কূপি
কাচের কূপি

কূপি শব্দের আভিধানিক অর্থ হল প্রদীপ বা বাতি। কূপি হল সেই সরঞ্জাম যা অন্ধকার দূর করতে ব্যবহার করা হয় । প্রাচীনকালে আগুনের ব্যবহারের মাধ্যমে কূপির প্রচলন হয়। এতে জ্বালানী হিসেবে খনিজ তেল এবং প্রাণীজ তেলের ব্যবহার করা হত। খনিজ তেলের মধ্যে কেরোসিন তেল অন্যতম । বিজ্ঞানের উন্নয়ন ও বৈদ্যুতিক বাতির ব্যাপক প্রচলনের ফলে এটি এখন আর দেখা যায়না বললেই চলে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]